, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

পালাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলেন সৌদি প্রিন্স মনসুর

প্রকাশ: ২০১৭-১১-০৬ ০৮:৫৮:৪৩ || আপডেট: ২০১৭-১১-০৬ ০৮:৫৮:৪৩

Spread the love

পালাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলেন সৌদি প্রিন্স মনসুর
পালাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলেন সৌদি প্রিন্স মনসুর
আরটিএমনিউজ২৪ডটকম, মধ্যপ্রাচ্যে:বিশ্ব গণমাধ্যমে লিড নিউজের স্থান এখন সৌদি আরবের। বেশ কিছু দিন থেকে প্রতিদিন জোরেশোরে প্রকাশ পাচ্ছে নানান খবর।

গতকাল ছিল আলোচিত দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে নানামুখী সংবাদ শিরোনাম।

সেই দুর্নীতি বিরোধী অভিযানের ধর-পাকড় থেকে বাঁচতে পালাতে পালাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলেন সৌদি প্রিন্স মনসুর বিন মারকিন।

আসির প্রদেশের নিকটে ইয়েমেন সীমান্তের কাছাকাছি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে।

সৌদির ওকায পত্রিকার বরাত দিয়ে ডেইলি মেইল ও বিবিসিসহ বেশ কটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

অপরদিকে, রোববার তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে রাষ্ট্রীয় মিডিয়াতেও খবর প্রচারিত হয়েছে ।

নিহত প্রিন্স মনসুর
নিহত প্রিন্স মনসুর

দুর্নীতির অভিযোগে কয়েকজন প্রিন্স এবং মন্ত্রীকে গ্রেফতার এবং ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র সৌদি আরব ভূপাতিত করার খবরের মধ্যে এ তথ্য প্রকাশ করা হলো।

নিহত প্রিন্সের নাম মনসুর বিন মাকরিন। তিনি ছিলেন আসির প্রদেশের ডেপুটি গভর্নর। তার বাবা ছিলেন সাবেক ক্রাউন প্রিন্স। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় তাতে আরো কয়েকজন কর্মকর্তা ছিল। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা জানানো হয়নি।

প্রিন্স মনসুর ২০১৩ সালে বিয়ে করেন আরেক প্রিন্স সউদ বিন ফাহাদ আল সউদের ছোট বোনকে।
২০১৫ সালে সৌদি বাদশাহর উপদেষ্টা নিয়োগ করা হয়েছিল নিহত এই প্রিন্সকে।

মিডল ইস্ট আই জানিয়েছে, সৌদি আরবজুড়ে ধরপাকড়ের খবর পাওয়ার পর প্রিন্স মনসুর দেশ থেকে পালাচ্ছিলেন। তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরাগভাজন ছিলেন বলে জানা গেছে।

Logo-orginal