, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

পুলিশ পরিচয়ে চট্টগ্রাম নগরের একটি বাসায় লুট করতে গিয়ে জনতার হাতে আটক এক পুলিশ কনস্টেবল

প্রকাশ: ২০১৭-১১-১৯ ২৩:৫৪:১৭ || আপডেট: ২০১৭-১১-১৯ ২৩:৫৪:১৭

Spread the love

পুলিশ পরিচয়ে চট্টগ্রাম নগরের একটি বাসায় লুট করতে গিয়ে জনতার হাতে আটক এক পুলিশ কনস্টেবল
পুলিশ পরিচয়ে চট্টগ্রাম নগরের একটি বাসায় লুট করতে গিয়ে জনতার হাতে আটক এক পুলিশ কনস্টেবল
আরটিএমনিউজ২৪ডটকম,চট্টগ্রামঃ
পুলিশ পরিচয়ে চট্টগ্রাম নগরের একটি বাসায় প্রবেশ করে লুট করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েছেন এক পুলিশ কনস্টেবল; একই ঘটনায় গ্রেফতার হয়েছেন ছিনতাইয়ের অভিযোগে বরখাস্ত হওয়া আরও এক পুলিশ কনস্টেবল।

শনিবার সন্ধ্যায় হালিশহর থানাধীন তাদেরকে ছোটপুল শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকার ৬ নং রোড়ের একটি বাসায় এই ঘটনা ঘটে বলে জানান হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত পুলিশ কনস্টেবল শামীম ভুইয়া (২৭) ও ২০০৮ সালে পুলিশের কনস্টেবল পদ থেকে বরখাস্ত হওয়া মো. গোলাম মোস্তফা (৩০)।

ওসি মাহফুজুর রহমান বলেন, ‘ছোটপুল শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকার ৬ নং রোড়ের জাহাঙ্গীরের ভবনের চতুর্থ তলায় আব্দুর রাজ্জাকের বাসায় যান অভিযুক্তরা। পুলিশ পরিচয়ে ওই বাসায় প্রবেশের পর তারা ভয়ভীতি দেখিয়ে রাজ্জাক ও তার মেয়ের মোবাইল ছিনিয়ে নেয়।’

‘পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকে ধরে ফেলে। পরে থানা পুলিশ গিয়ে তাদেরকে নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী রাজ্জাক মামলা করেছেন।’

গ্রেফতারকৃতদেরকে রোববার আদালতে পাঠানো হয়েছে বলে জানান হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান।#সিটিজি টাইমস।

Logo-orginal