, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

ভোট না দিলে মুসলমানদের পরিণতি খারাপ হবে: বিজেপি নেতার হুমকি

প্রকাশ: ২০১৭-১১-১৯ ১৮:৪১:৪৩ || আপডেট: ২০১৭-১১-১৯ ১৮:৪১:৪৩

Spread the love

বিজেপি নেতা রণজিৎ শ্রীবাস্তব

ভোট না দিলে মুসলমানদের পরিণতি খারাপ হবে: বিজেপি নেতার হুমকি
ভোট না দিলে মুসলমানদের পরিণতি খারাপ হবে: বিজেপি নেতার হুমকি

ভারতের উত্তর প্রদেশের এক কাউন্সিলর, বিজেপিকে ভোট না দিলে পরিণতি ভালো হবে না বলে সম্প্রতি মুসলমানদের উদ্দেশে হুমকি দিয়েছেন।

রণজিৎ শ্রীবাস্তব নামে ওই বিজেপি নেতা বলেছেন, ‘মুসলিমদের স্পষ্ট করে বলছি ভোটটা আমাদের দিন। এটা কোনো ভিক্ষার বিষয় নয়। আমাদের ভোট দিলে শান্তিতে থাকবেন। অন্যথায় কপালে খারাপ কিছু অপেক্ষা করছে।’

তিনি আরো বলেন, ‘এখন সমাজবাদী পার্টির আমল নয়। বিজেপি যা বলবে তাই করতে হবে। ভোট অন্য জায়গায় দিলে কেউ আপনাদের বাঁচাতে আসবে না। বুঝতে পারবেন কত ধানে কত চাল।’

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ মন্ত্রিসভার দু’জন মন্ত্রীর সামনেই বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করেন বিজেপি’র ওই কাউন্সিলর।

আসন্ন পৌরসভা নির্বাচনে বারাবাঁকিতে তার স্ত্রীর হয়ে প্রচারে গিয়ে তিনি ওই মন্তব্য করেন। তিনি যে কেন্দ্রের কাউন্সিলর ছিলেন সেটি এবার নারী সংরক্ষিত আসিন হওয়ায় ওই নেতা ভোটে দাঁড়াতে পারেননি।

রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া

বিজেপি নেতা রণজিৎ শ্রীবাস্তবের মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিরোধীদের তীব্র সমালোচনার মুখে বিজেপি ও গেরুয়া শিবির তার ওই মন্তব্যকে সমর্থন করে না বলে সাফাই দেয়ার চেষ্টা করেছে।

বিরোধী সমাজবাদী পার্টির পক্ষ থেকে ওই বিজেপি নেতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়েছে।

জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী  ডা. ফারুক আবদুল্লাহ
জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লাহ

জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ গতকাল (শনিবার) নজিরবিহীনভাবে বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘উত্তর প্রদেশের বিজেপি নেতারা মুসলিমদের হুমকি দিচ্ছেন। বলছেন, তাদের ভোট না দিলে, দেখে নেবেন। কিন্তু এ দেশ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলের।’

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ফারুক আবদুল্লাহ প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘আপনার একটি পাকিস্তান তৈরি করেছেন। আর ক’টা পাকিস্তান তৈরি করবেন? ভারতকে আর কত টুকরো করবেন?’

বিজেপি নেতা রণজিৎ শ্রীবাস্তবের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে আজ (রোববার) পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের সহ-অধিকর্তা ও ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ রেডিও তেহরানকে বলেন, ‘এ ধরণের কথা বলা কখনোই উচিত নয়। গোটা বিশ্বে সবচেয়ে শক্তিশালী ও সর্বজনস্বীকৃত সংবিধান হল ভারতীয় সংবিধান। সেই সংবিধানের বিরুদ্ধে গিয়ে যারা কথা বলছেন তারা রাজনৈতিক নেতা হোক বা অন্য কোনো ব্যক্তি হোক তা দণ্ডনীয় অপরাধ। অবিলম্বে ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের মাধ্যমে যথাযথ শাস্তি দেয়া উচিত।’

‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ
‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ

তিনি বলেন, ‘ভোট দেয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কিন্তু কেউ কাউকে জোরপূর্বক বলতে পারে না তুমি আমাকে ভোট দাও, ভোট না দিলে এদেশে থাকতে দেবো না। এ ধরণের কথাবার্তা যারা বলে তারা হল দেশদ্রোহী।’

ফারুক আহমেদ বলেন, ‘ভারতের স্বাধীনতা সংগ্রামে আরএসএস বা এ ধরণের নেতাদের ভূমিকা গোটা দেশবাসী জানে। স্বাধীনতা আন্দোলনে ওদের কেউ প্রাণ দিয়েছেন এমনটা জানা নেই।’

তিনি বলেন, ‘আজ গোটা দেশ এক গভীর সঙ্কটের মধ্যে অতিবাহিত হচ্ছে। এই সঙ্কট অবশ্য বেশিদিন থাকবে না। যেসব উপনির্বাচন হচ্ছে তার ফলাফলে স্পষ্ট বিজেপি’র পতন সুনিশ্চিত হচ্ছে। বিভিন্ন জায়গায় তারা জনসমর্থন হারাচ্ছে। আগামী দিনে ভারতের মানুষ বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে, সকল ধর্ম ও বর্ণের মানুষের স্বার্থে এক সক্রিয় ধর্মনিরপেক্ষ সরকার উপহার দেবে সেই পথ তৈরি হচ্ছে। ওরা নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে ভীত সন্ত্রন্ত্র হয়ে পড়েছে। সেজন্য ভয় দেখিয়ে নির্বাচনি বৈতরণী পেরোতে চাচ্ছে। কিন্তু মানুষ অতো বোকা নয়, তারা তাদের সঠিক সিদ্ধান্ত নেবে।’

সাধারণ মানুষ কোনো চাপের কাছে মাথানত না করে গণতান্ত্রিক উপায়ে বিজেপি’র পতন সুনিশ্চিত করবে বলেও ফারুক আহমেদ মন্তব্য করেন। #পার্সটুডে,

Logo-orginal