, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

Avatar 1prewettmary1987

৭ মার্চের ভাষণ স্বীকৃতিতে ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের আনন্দ শোভাযাত্রা

প্রকাশ: ২০১৭-১১-২৫ ১৫:২৬:২৫ || আপডেট: ২০১৭-১১-২৯ ১৩:৩৬:৩১

Spread the love

মোঃ জাহেদুল ইসলাম, সিনিয়র রিপোর্টার, আরটিএমনিউজ২৪ডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ” মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” – এ অন্তর্ভূক্তির মাধ্যমে ” বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ” – এর স্বীকৃতি লাভ করায় এ অবিস্মরণীয় অর্জনকে যথাযোগ্য মর্যাদায় সাতকানিয়ার ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক উদযাপিত হলো আনন্দ শোভাযাত্রা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন গুহ’র নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে কেরানীহাট-বান্দরবান সড়ক প্রদক্ষিণ করে ফের স্কুলে এসে শেষ হয়। পরে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রদর্শন করা হয়।

আনন্দ শোভাযাত্রায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অলি উল্লাহ, সহকারী শিক্ষক ঝুনু নন্দী, অনুক দে, মনির আহমদ, জামাল হোসেন, বাবুল শুক্ল দাস, এরশাদুর রহমান, জুনিয়র শিক্ষক আব্দুস সালাম, সম্মানী শিক্ষক ইন্দু ভূষণ বড়ুয়া, সুমল দাস, পলি দত্ত, মোঃ শোয়াইব, লিটন কান্তি দাস, সাইফুল ইসলাম, হাবিবা, শামু, সাবিনা, গ্রন্থাগারিক মোঃ ফারুক, অফিস সহকারি নজরুল ইসলামসহ কমকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Logo-orginal