, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

Avatar 1prewettmary1987

আখেরি মুনাজাতে লাখো মানুষের ঢল; আমিন আমিন ধ্বনিতে মুখর চুনতি সীরত ময়দান

প্রকাশ: ২০১৭-১২-২০ ০৭:৩৬:৩৫ || আপডেট: ২০১৭-১২-২১ ০৮:২৫:০০

Spread the love

মোঃ জাহেদুল ইসলাম, সিনিয়র রিপোর্টার, আরটিএমনিউজ২৪ডটকম: তখন ভোররাত। কনকনে ঠাণ্ডা। লাখ লাখ লোকের সমাগম। যে যেখানে জায়গা পেয়েছে বসে পড়েছে চাদর বিছিয়ে। সুবিশাল মাঠে যেন তিল ধারণের ঠাঁই নেই। মাঠের বাইরে রাস্তাঘাট, খালি জমি ও বিভিন্ন ঘরবাড়ির উঠানেও লোকে লোকারণ্য। 

এমন সময় বুধবার ভোররাত শুরু হলো ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী (স.) মাহফিলের আখেরি মুনাজাত। লাখ লাখ মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি গ্রাম।

আশেকে রসূল (স.) মরহুম হাফেজ মাওলানা আহমদ রহ: ওরফে শাহ ছাহেব কর্তৃক প্রবর্তিত ৪৭তম মাহফিলে এর আগে ১৯ দিন ধরে চলেছে নির্ধারিত বিষয়ে আলোচনা। শেষ দিবসে সারা দিন ও সারা রাতব্যাপী আলোচনা শেষে অনুষ্ঠিত হয় আখেরি মুনাজাত।

আখেরি দিনে মাগরিবের পর থেকে আলোচনা পেশ করেন চট্টগ্রাম বায়তুশ শরফের পীর আলহাজ্ব শাহ্ মাওলানা কুতুব উদ্দীন, ঢাকা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাওলানা আহসান সাইয়িদ, ঢাকার উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা জাকারিয়া আল-হোছাইনী, ঢাকার প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন মাওলানা নাজিম উদ্দীন মোল্লা, অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি, ঢাকা বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জুমা পূর্ব আলোচক ছিলেন মাওলানা খন্দকার মাহবুবুল হক, ঢাকা ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মুখলিছুর রহমান, চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইয়িদ আবু নোমান,আলহাজ্ব কাজী মাওলানা মো. নাছির উদ্দীন, চন্দনাইশ বৈলতলী জাফরাবাদ ফাযিল মাদ্রাসার প্রভাষক মাওলানা ইউসুফ বিন নূরী।

সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সমাজসেবক মাওলানা সিরাজুল আরেফিন ছিদ্দিকি।

এই সময় লোহাগাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান নুরুল আবচার, ইরান সংস্কৃতি কেন্দ্রের পরিচালক ড. মাওলানা ইসা শাহিদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ এনামুল হক, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জাহানসহ সরকারী-বেসরকারী, উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

Logo-orginal