, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

Avatar 1prewettmary1987

আজ মহান বিজয় দিবস; আরটিএমনিউজের শুভেচ্ছা

প্রকাশ: ২০১৭-১২-১৬ ০৬:৪৬:০১ || আপডেট: ২০১৭-১২-১৬ ০৬:৫০:১৭

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হবে সাভার জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় অহংকারের এ দিনটিতে স্মৃতিসৌধে ঢল নামবে লাখো মানুষের।

তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ভরে যাবে শহীদ বেদী। মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধকে ঘিরে আগেই সকল প্রস্তুতি সম্পন্ন। দু’সপ্তাহ ধরে শতাধিক পরিচ্ছন্নতা কর্মী পুরোদমে নিয়োজিত রয়েছেন ধোঁয়া- মোছার কাজে।

লাল-সবুজের সমারোহে বাহারি ছোট ছোট বাগানগুলোকে সাজানো হয়েছে অপরূপ সাজে। সৌন্দর্য বর্ধনের ছোঁয়া লেগেছে ঢাকা-আরিচা মহাসড়কেও। সড়কটির আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সবখানেই থাকবে মুক্তিযুদ্ধের ডিজিটাল পরিবেশনা।

বিজয় দিবসের প্রত্যুষেই শহীদদের সম্মাননা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর জাতীয় সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেত্রী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এজন্য নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পরপরই সবার। জন্যে খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের মূল ফটক। এরমধ্য দিয়ে গোটা জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে বীর শহীদদের।

মহান বিজয় দিবস উপলক্ষে আরটিএমনিউজ২৪ডটকমের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা।

Logo-orginal