, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

ইয়মেনের হুথিরা আবুধাবির পরমাণু স্থাপনা লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রকাশ: ২০১৭-১২-০৩ ১৯:২৭:০৬ || আপডেট: ২০১৭-১২-০৩ ১৯:২৭:০৬

Spread the love

ইয়মেনের হুথিরা আবুধাবির পরমাণু স্থাপনা লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
আরটিএমনিউজ২৪ডটকম, মধ্যপ্রাচ্যঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি পরমাণু স্থাপনা লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবী ইয়েমেনের হুথি যোদ্ধাদের ।

হুথি যোদ্ধাদের আল-মাসিরা নিউজ ওয়েবসাইট আজ (রোববার) এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, আবুধাবির আল-বারাকাহ পরমাণু স্থাপনা লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে এ বিষয়ে ওয়েবসাইটটি বিস্তারিত কিছু বলে নি।

রেডিও তেহরান ও ইরানের প্রভাবশালী গ্ণমাধ্যামে বেশ ফলাও করে হামলার খবর প্রচার করা হলেও আরব আমিরাত তাহা অস্বীকার করেছে ।

ইয়েমেনের গণমাধ্যম বলছে, হুথি যোদ্ধাদের ছোঁড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সফলতার সঙ্গে পরমাণু স্থাপনায় আঘাত হেনেছে।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষ মারা গেছে। সৌদি আরবকে সবচেয়ে সহযোগিতা করে আসছে সংযুক্ত আরব আমিরাত। জবাবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা মাঝেমধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

Logo-orginal