, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ”আটকা পড়েছেন ৬০০ পর্যটক

প্রকাশ: ২০১৭-১২-০৯ ১৩:৫৬:৩৭ || আপডেট: ২০১৭-১২-০৯ ১৩:৫৬:৩৭

Spread the love

কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ”আটকা পড়েছেন ৬০০ পর্যটক
ফাইল ছবি, কক্সবাজার: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ভ্রমণে যাওয়া ৬০০ পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন।

তবে আবহাওয়া স্বাভাবিক হলে আটকাপড়া এসব পর্যটকদের টেকনাফে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টেকনাফ কেয়ারি সিন্দাবাদ জাহাজের ব্যবস্থাপক শাহ্ আলম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে সকাল থেকে কোন জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়নি।

ফলে সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হবে।

এদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কক্সবাজারসহ দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ তোফায়েল হোসেন জানান, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কক্সবাজারসহ সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এখন কক্সবাজারের বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Logo-orginal