, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

কুয়েতে বাংলাদেশী ছাত্রদের প্রাণবন্ত ফাইনাল খেলা” উল্লেসিত প্রবাসীরা

প্রকাশ: ২০১৭-১২-২২ ২৩:৩৪:৩০ || আপডেট: ২০১৭-১২-২২ ২৩:৩৪:৩০

Spread the love

কুয়েতে বাংলাদেশী ছাত্রদের প্রাণবন্ত ফাইনাল খেলা” উল্লেসিত প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক, আরটিএমনিউজ২৪ডটকম,কুয়েতঃ কুয়েতে বাংলাদেশী ছাত্রদের প্রাণবন্ত ফাইনাল খেলায় শিরোপা জিতল বাংলাদেশ ইয়ং ব্যাচ ক্লাব।

৪-০ গোলে আব্বাসিয়া স্পোটিং ক্লাবকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ইয়ং ব্যাচ ক্লাব।

আজ শুক্রবার ( ২২ ডিসেম্বর ) বিকাল ৩,৩০ মিনিটে দাসমা হাছান আবুল ষ্টেডিয়ামে ফাইনাল খেলার উদ্বোধন করেন কুয়েতস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব এস এম আবুল কালাম।


ইন্ডিয়ান রেফারির পরিচালনায় ফাইনাল খেলার প্রথমার্ধে বাংলাদেশ ইয়ং ব্যাচ ক্লাব ১ গোলে এগিয়ে থেকে, দ্বিতীয়ার্ধে আব্বাসিয়া স্পোটিং ক্লাবকে আরো ৩ গোল করে শিরোপা নিশ্চিত করে।

আব্বাসিয়া স্পোটিং ক্লাব

তবে, প্রবাসে সুন্দর আর নৈপুণ্যে ভরা ফুটবল খেলা দেখে বিপুল উৎসাহে করতালিতে আনন্দ প্রকাশ করে উপস্থিত প্রবাসীরা ।

প্রবাসীরা পরিবারসহ উপস্থিত হয়ে মাঠকে পরিণত করে একখণ্ড প্রাণবন্ত বাংলাদেশে।

ছাত্র-ছাত্রীদের হৈ চৈ খেলোয়াড়দের যুদ্ধ যুদ্ধ মনোভাব সত্যি একখন্ড বাংলাদেশে পরিণত পুরো মাঠ।

কমিনিউটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক প্রবাসীরা উপস্থিতিতে টুর্নামেন্টর ফাইনাল খেলায় আরো উপস্থিত ছিলে কুয়েতস্থ বাংলাদেশ দুতাবাসের কাউন্সিলার জনাব আবদুল লতিফ খান ।

খেলা শেষে বাংলাদেশ ও কুয়েতের জাতীয় সংগীত পরিবেশনের পর পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত জনাব এস এম আবুল কালাম ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় জনাব রফিকুল ইসলাম ভুলুর তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতায় ছিলেন সর্ব জনাব রিয়াজ, হযরত আলী, রাশেদুল কবির, আবদুল হালিম খান, মোঃ নুরুল আমিন, তৌহিদুল ইসলাম, মোঃ জামাল ও আরশাদ প্রমুখ ।

Logo-orginal