, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

কুয়েতে শুরু হচ্ছে জিসিসি নেতাদের বৈঠক” যোগ দিচ্ছ কাতার-সৌদি

প্রকাশ: ২০১৭-১২-০৫ ১৪:০৭:০২ || আপডেট: ২০১৭-১২-০৫ ১৪:০৭:০২

Spread the love

কুয়েতে শুরু হচ্ছে জিসিসি নেতাদের বৈঠক” যোগ দিচ্ছ কাতার-সৌদি
আরটিএমনিউজ২৪ডটকম, কুয়েত সিটি: কুয়েতে আজ অনুষ্ঠিত হচ্ছে ৩৮ জিসিসি সম্মেলন ।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে শুরু হয়ে চলবে কাল বুধবার পর্যন্ত।

আরব রাজনীতির অদ্ভুত এক পরিস্থিতিতে শুরু হতে যাওয়া গালফের এই সম্মেলনের দিকে নজর রাখছেন পর্যবেক্ষকরা।

কাতারের সাথে সৌদি জোটের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন পরবর্তী প্রথমবার একসাথে সম্মেলনে সাক্ষাত হবে আরব রাষ্ট্র প্রধানদের ।

কাতার সংকট প্রধান ইস্যু হলেও আলোচনায় স্থান পাবে ইরানের প্রভাব বিস্তারের প্রবল প্রচেষ্টা, ইয়েমেন যুদ্ধ ও সাবেক প্রেসিডেন্ট আলী সালেহ নিহত হওয়ার ঘটনা।

অবশ্য কাতারের জিসিসি সম্মেলনে অংশ নেয়া নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে ইতোমধ্যে।

কারণ বাহরাইনের এক নেতা হুমকি দিয়েছিলেন, কাতার যোগ দিলে তারা সম্মেলনে অংশ নেবেন না তিনি।

তবে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রী খালিদ আল সাবাহ গনমাধ্যামকে জানিয়েছেন কাতার সৌদিসহ সব আরব নেতা জিসিসি সম্মেলনে উপস্থিত হবেন ।

প্রসঙ্গত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর সন্ত্রাসে উসকানির এবং ইরানের সাথে যোগাযোগের অভিযোগ তুলে গত জুন মাসে কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে ।

Logo-orginal