, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

Avatar 1prewettmary1987

নতুন থানায় অন্তর্ভুক্ত হতে চান না কেঁওচিয়াবাসী

প্রকাশ: ২০১৭-১২-০৮ ০৬:৪৯:০১ || আপডেট: ২০১৭-১২-০৯ ১৮:৩৭:২১

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম: সাতকানিয়ায় প্রস্তাবিত নতুন থানায় কেঁওচিয়া ইউনিয়নবাসী যুক্ত হতে চান না।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) নতুন থানার নামকরণে গণশুনানি অনুষ্ঠিত হওয়ার পর এ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়া শুরু করেছে কেঁওচিয়ার তরুণ প্রজন্ম।

ফেসবুক পোস্ট মতে, কেঁওচিয়া ইউনিয়নের অবস্থান সাতকানিয়া থানার মাঝামাঝি বললে চলে এবং যোগাযোগ ব্যবস্থা পুরো দক্ষিণ চট্টগ্রামের মধ্যে সব চেয়ে ভাল বলা যাবে। যেমন: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও বান্দরবান সড়ক এই কেঁওচিয়া ইউনিয়নের উপরে অবস্থান। এবং দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র কেরানীহাট এই কেঁওচিয়া ইউনিয়নের অন্যতম অংশ। এই কেরানীহাট ও কেঁওচিয়া ইউনিয়নের সাথে সাতকানিয়া উপজেলা ও থানা প্রশাসনের সাথে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভাল। তাই কেঁওচিয়া ইউনিয়নের অধিকাংশ জনগণ কেঁওচিয়া ও কেরানীহাটকে প্রস্তাবিত নতুন থানার সাথে অন্তর্ভুক্ত না করে সাতকানিয়ার সাথে বহাল রাখার দাবি জানানোর পাশাপাশি শুধু সাঙ্গুর নদীর তীরবর্তী ইউনিয়নগুলোকে প্রস্তাবিত নতুন থানার সাথে অন্তর্ভুক্তির দাবি জানান।

Logo-orginal