, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধি রিভিউ আবেদন করেছে রাষ্ট্রপক্ষ

প্রকাশ: ২০১৭-১২-২৪ ১২:১২:২১ || আপডেট: ২০১৭-১২-২৪ ১২:১২:২১

Spread the love

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধি রিভিউ আবেদন করেছে রাষ্ট্রপক্ষ
ঢাকা: বিচারকদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধি রিভিউ আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

রোববার সকাল সাড়ে ১০ টায় সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। ৯০৮ পৃষ্ঠার ৯৩৮টি রিভিউ আবেদনে ৯০টির বেশি যুক্তি রয়েছে।

সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম সাংবাদিকদের এ কথা জানান।
উল্লেখ্য, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বর্তমান সরকারের আমলে সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিমকোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন।

গত বছরের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন।

এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ৪ জানুয়ারি আপিল করে। শুনানি শেষে ১৩ জুলাই আপিল বিভাগ সর্বসম্মতিতে ওই আপিল খারিজ করে রায় দেন। পূর্ণাঙ্গ রায় গত ১ আগস্ট প্রকাশিত হয়।

Logo-orginal