, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Avatar 1prewettmary1987

সীরতুন্নবীর সপ্তম দিবসের আলোচনায় ইসলামে অনৈক্যের পরিণতি

প্রকাশ: ২০১৭-১২-০৭ ০৬:৪৫:২৮ || আপডেট: ২০১৭-১২-০৭ ০৬:৪৬:৩৬

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম: বৃহস্পতিবার ১৯ দিনব্যাপী ৪৭তম সীরতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম দিবস। চুনতী লোহাগাড়া চট্টগ্রামের চুনতী হাকিমিয়া কামিল মাদরাসা সংলগ্ন সীরাত মাঠে ১ ডিসেম্বর থেকে মাহফিলটি শুরু হয়েছে। শেষ হবে ১৯ ডিসেম্বর বাদ ফজর।

আজ বৃহস্পতিবার মাহফিলের সপ্তম দিবস। এ দিবসে ইসলামের দৃষ্টিতে ঐক্যের প্রয়োজনীয়তা, অনৈক্যের কারণ সমূহ ও তার পরিনতি, কিয়ামতের দিন আরশে আজীমের নিচে ছায়াপ্রাপ্ত ব্যক্তিদের গুণাবলীর বর্ণনা, ইসলামের দৃষ্টিতে হালাল ও হারামের বিধান, সাজ-সজ্জা, পোষাক-পরিচ্ছদের ব্যাপারে ইসলামের নির্দেশনার উপর বিশদ আলোচনা রাখবেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।

আজ প্রথম অধিবেশন শুরু হবে বাদ আসর। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার ছাত্র রবিউল হাসানের তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনটি। এরপর না’আতে রাসুল (স.) শোনাবেন কক্সবাজার চকরিয়ার মুহাম্মদ জাহিদুল ইসলাম।

ছদরে মাহফিলে উপস্থিত থাকবেন; বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম ছাহেব।

কিয়ামতের দিন আরশে আজীমের নিচে ছায়াপ্রাপ্ত ব্যক্তিদের গুণাবলীর বর্ণনা নিয়ে আলোচনা রাখবেন; কক্সবাজার আমজাদিয়া রফিকুল উলূম ফাযিল মাদরাসার প্রভাষক(আরবী) মাওলানা কফিল উদ্দীন ছাহেব।

বাদ মাগরিবের অধিবেশন শুরু হবে আধুনগর ইসলামিয়া ফাযিল মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা নূর আহমদ ছাহেবের তেলাওয়াতের মধ্য দিয়ে। না’আতে রাসুল (স.) শোনাবেন হারবাং কক্সবাজারের মাওলানা মুহাম্মদ নুরুল আমিন ছাহেব।

ইসলামের দৃষ্টিতে হালাল ও হারামের বিধানের উপর আলোচনা রাখবেন; কক্সবাজার বদরমোকাম জামে মসজিদের খতীব মাওলানা নূরুল কাদের ছাহেব।

এরপর সাজ-সজ্জা, পোষাক-পরিচ্ছদের ব্যাপারে ইসলামের নির্দেশনার উপর আলোচনা রাখবেন, বায়তুল জান্নাত জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা তৈয়ব ছাহেব।

সপ্তম দিবসের সমাপনীতে ইসলামের দৃষ্টিতে ঐক্যের প্রয়োজনীয়তা, অনৈক্যের কারণ সমূহ ও পরিণতির উপর আলোচনা রাখবেন, চট্টগ্রাম বদরপাতি জামে সমজিদের খতীব হাফেজ মাওলানা মুহাম্মদ ইছহাক ছাহেব। তাঁর আলোচনার পর দোয়া-মোনাজাত ও তাবারুক গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে সপ্তম দিবসের মাহফিল পর্ব।

নতুন সময়

Logo-orginal