, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

Avatar 1prewettmary1987

এ বছরের ১ম পর্বের আখেরি মোনাজাত সকাল ১১টায়, আগামী বছর ইজতেমা শুরু ১১ জানুয়ারি

প্রকাশ: ২০১৮-০১-১৪ ০৭:২৪:৪০ || আপডেট: ২০১৮-০১-১৪ ০৭:২৭:০৪

Spread the love

ফাইল ছবি

আরটিএমনিউজ২৪ডটকম: আগামী বছর বিশ্ব ইজতেমা শুরু হবে ১১ জানুয়ারি থেকে। প্রথম পর্বের এই ইজতেমা চলবে ১১, ১২ ও ১৩ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৮, ১৯ ও ২০জানুয়ারি।

গত শুক্রবার রাতে কাকরাইল মসজিদে তাবলিগ মুরুব্বিদের এক পরামর্শ সভায় ওই তারিখ নির্ধারণ করা হয় বলে ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান।

এদিকে, চলমান বিশ্ব ইজতেমার শেষ দিন আজ রোববার বাদ ফজরের পর শুরু হয়েছে। কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইজতেমা ময়দানে আসছেন। সকাল ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব।

৪দিন বিরতি দিয়ে আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২১ জানুয়ারি শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

Logo-orginal