, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সাক্ষাৎ করলেন সেনা প্রধান শফিউল হকের সঙ্গে

প্রকাশ: ২০১৮-০১-০২ ২২:৩২:৩১ || আপডেট: ২০১৮-০১-০২ ২২:৩২:৩১

Spread the love

কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সাক্ষাৎ করলেন সেনা প্রধান শফিউল হকের সঙ্গে
আরটিএমনিউজ২৪ডটকম, নিউজ ডেস্কঃ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল খাদের।

আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সেনা সদর দপ্তরে সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

কুয়েত সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এর আগে সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারীদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর সেনাকুঞ্জে তাঁকে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সবশেষে সেনাকুঞ্জ এলাকায় একটি গাছের চারা রোপণ করেন তিনি।

সোমবার কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল পাঁচদিনের সফরে ঢাকায় আসে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলটিকে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল এস এম মতিউর রহমান অভ্যর্থনা জানান।# বাসস।

Logo-orginal