, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে খারাফী ন্যাশনালের শ্রমিকরা ফের ধর্মঘটে

প্রকাশ: ২০১৮-০১-১০ ১১:০৩:১৬ || আপডেট: ২০১৮-০১-১০ ১১:০৬:১৬

Spread the love

কুয়েতে খারাফী ন্যাশনালের শ্রমিকরা ফের ধর্মঘটে
আরটিএমনিউজ২৪ডটকম, কুয়েতঃ কুয়েতের নেতৃস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান খারাফী ন্যাশনাল কোম্পানির প্রায় ৫০ জন কর্মচারী ধর্মঘট শুরু করছে ।

গত সোমবার (৮ জানুয়ারি) কোম্পানির সদর দফতরের সামনে ক্ষুধার হরতাল শুরু করে এবং তাদের দীর্ঘ মেয়াদোত্তীর্ণ বেতন ও অন্যান্য সুবিধার দাবি জানায়।

কুয়েতের দ্যা টাইমস সুত্রে জানা যায়, কয়েক মাস ধরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট তাদের বকেয়া বেতন আদায়ে তাগাদা দিয়েও কোন সাড়া না পেয়ে ধর্মঘট শুরু করে শ্রমিকরা ।

শ্রমিকরা তাদের বেতন অবিলম্বে প্রদান এবং ক্ষতিপূরণের পাশাপাশি তাদের পাসপোর্ট ও বিমানের টিকিট প্রদানের জোর দাবি জানিয়েছে ।

কুয়েতের এক সময়ের বিখ্যাত কোম্পানি খারাফী ন্যাশনাল বিগত কয়েক বছর থেকে অর্থনৈতিক ও ব্যবস্থাপনা সংকটে বে-কায়দায় আছে ।

বেতন না পেয়ে অনেক অবরুদ্ধ কর্মী মানবেতার জীবন যাপন করছে বলে জানিয়েছেন এক বাংলাদেশী শ্রমিক।

কোম্পানির করুন দশায় বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিয়া ও মিশরীয় শ্রমিকরা ।

২০১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী ন্যাশনাল কোম্পানিতে ২৫ হাজার ইন্ডিয়ান ও ১০ হাজার মিশরীয় শ্রমিক কাজ করত।

সে সময়ে বাংলাদেশী শ্রমিক ছিল মাত্র এক হাজার ।

এক যুগেরও বেশি সময় ধরে ঐ কোম্পানিতে কর্মরত একজন বাংলাদেশী শ্রমিক জানান,
৬ মাসের বেতন বকেয়া রয়েছে তার ।

তিনি জানান অনেক বাংলাদেশী শ্রমিক খারাফী কোম্পানি থেকে বেড়িয়ে অন্যত্র চাকুরি করিতেছেন, তবে এখনো অনেক বাংলাদেশী শ্রমিক বেতনের আশায় আটকে আছে খারাফী ন্যাশনালে।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে একাধিকবার ধর্মঘট করেছে এই কোম্পানির শ্রমিকরা ।

Logo-orginal