, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মহিপাল ফ্লাইওভারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৮-০১-০৪ ১৮:৪০:২০ || আপডেট: ২০১৮-০১-০৪ ১৮:৪০:২০

Spread the love

ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মহিপাল ফ্লাইওভারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহসড়কের ফেনী জেলার মহিপাল ফ্লাইওভারের উদ্বোধন হলো।

আজ বৃহস্পতিবার দুপুরে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম ছয় লেনের এই ফ্লাইওভারটি উদ্বোধন করেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন লিমিটেডের তত্ত্বাবধানে মহিপাল ফ্লাইওভারের নির্মাণকাজ করা হয়েছে।

৬৯০ মিটার দীর্ঘ এবং ২৪ দশমিক ৬২ মিটার প্রশস্ত এই ফ্লাইওভারের নির্মাণকাজে প্রায় ১৮২ কোটি টাকা ব্যয় হয়েছে।

২০১৫ সালের নভেম্বরে নির্মাণ কাজ শুরু হয়ে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার নির্ধারিত সময় ছিল ২০১৮ সালের জুনে। প্রায় ছয় মাস আগেই মহিপাল ফ্লাইওভারটির কাজ সম্পন্ন হয়ে গেছে।

এর আগে সকালে নোয়াখালীর জলাবদ্ধতা নিরসনকল্পে বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে গণপরিবহনের জন্য সমন্বিত ই-টিকিট ব্যবহার করে বিভিন্ন পরিবহন মাধ্যমে যাতায়াতের সুবিধার্থে র‌্যাপিড পাস কার্যক্রমেরও উদ্বোধন করেছেন তিনি।#বাসস ।

Logo-orginal