, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar 1prewettmary1987

ফোরজি সংক্রান্ত বিটিআরসি’র বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

প্রকাশ: ২০১৮-০১-১১ ১৬:২৭:২৯ || আপডেট: ২০১৮-০১-১১ ১৬:২৮:১৫

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম: ফোরজি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের জন্য আবেদন আহ্বান করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জারি করা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন। সঙ্গে ছিলেন রমজান আলী সিকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। আদালতে রিট আবেদনটি দায়ের করেন বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেড।

আইনজীবী রমজান আলী সিকদার বলেন, সেলুলার মোবাইল ফোন সার্ভিসেস নিয়ে যে নীতিমালা আহ্বান করেছিল, নোটিশ যেটা দেওয়া হয়েছিল ২০০৮ সালের ব্রডব্যান্ড গাইডলাইনসের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

গত বছরের ৪ ডিসেম্বর বিশেষ কমিশন সভায় দুই গাইডলাইন প্রকাশ ও আবেদন আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই দিন বিটিআরসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Logo-orginal