, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar 1prewettmary1987

শীতবস্ত্র বিতরণ করবে ইয়ুথ ওয়েলফেয়ার ইউনিয়ন বাংলাদেশ

প্রকাশ: ২০১৮-০১-১৬ ১৩:০৯:৫৭ || আপডেট: ২০১৮-০১-১৬ ১৩:১০:৪৮

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম: শীত ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে হাড় কাঁপাতে শুরু করেছে। মাঘ মাস হিসেবে সামনের দিনগুলোতে স্বাভাবিকভাবেই শীতের তীব্রতা থাকবে। এই শীতে অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষকে সহায়তার উদ্যোগ নিয়েছে ইয়ুথ ওয়েলফেয়ার ইউনিয়ন বাংলাদেশ।

এ লক্ষে ইয়ুথ ওয়েলফেয়ার ইউনিয়ন বাংলাদেশ আগামী ২৬ জানুয়ারি চট্টগ্রাম মহানগর ও ২৮ জানুয়ারি সাতকানিয়া উপজেলায় অসহায় ও ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে।

ইয়ুথ ওয়েলফেয়ার ইউনিয়ন বাংলাদেশের সভাপতি মোঃ নেছারুল হক বলেন, ‘একজন মানুষ হয়ে আরেকজন অসহায় কর্ম-অক্ষম মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই শীতে অসহায় গরিব বস্ত্রহীন মানুষগুলো অনেক কষ্টে দিন কাটায়। ছোট ছোট বাচ্চারা এই তীব্র শীতে অনেক কষ্টে আছে। অনেকে এই শীত সহ্য করতে না পেরে মারাও যাচ্ছে। আসুন আমরা যে যা পারি তা দিয়েই এদের পাশে এসে দাঁড়াই।’

তিনি বলেন, ‘সকলের মিলিত সাহায্যে আমরা শীতার্ত দরিদ্র মানুষেগুলোকে দিতে পারি একটু উষ্ণতার পরশ।

Logo-orginal