, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়ে ফাইনালে টাইগাররা

প্রকাশ: ২০১৮-০১-১৯ ১৯:১৩:০৫ || আপডেট: ২০১৮-০১-১৯ ১৯:১৩:০৫

Spread the love

শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়ে ফাইনালে টাইগাররা
আরটিএমনিউজ২৪ডটকম, ক্রীড়া ডেস্কঃভ শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয় পেল টাইগারা। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে শুক্রবার শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারালো টাইগাররা। এই জয়ের ফলে ফাইনালে উঠার দৌঁড়ে অনেকখানি এগিয়ে গেল মাশরাফি বিন মুর্তজার দল। সিরিজে দুই ম্যাচ খেলে টাইগারদের এটি দ্বিতীয় জয়। আর দুই ম্যাচ খেলে শ্রীলঙ্কার এটি দ্বিতীয় হার।

সিরিজে আগামী রবিবার শ্রীলঙ্কার প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আর মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ১০ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বাংলাদেশ। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। শূন্য পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশের দেয়া ৩২১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩২.২ ওভারে ১৫৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন থিসারা পেরেরা। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি, মাশরাফি বিন মুর্তজা ২টি, রুবেল হোসেন ২টি, মোস্তাফিজুর রহমান ১টি ও নাসির হোসেন ১টি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমে দলীয় দুই রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। নাসির হোসেনের বলে বোল্ড হন কুসল পেরেরা। দশম ওভারে মাশরাফি বিন মুর্তজার বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন উপুল থারাঙ্গা।

শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়ে ফাইনালে টাইগাররা

১৪তম ওভারে টাইগার দলপতির বলে রুবেল হোসেনের হাতে ধরা পড়েন কুসল মেন্ডিস। ইনিংসের ১৯তম ওভারে নিরোশান ডিকওয়েলাকে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। দলীয় ১০৬ রানে রান আউট হন থিসারা পেরেরা।

ইনিংসের ২৬তম ওভারে সাকিব আল হাসান দুইটি উইকেট নেন। ওভারের চতুর্থ বলে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে ক্যাচ হন আসেলা গুনারত্নে। পঞ্চম বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন ওয়ানিদু হাসারাঙ্গা। ৩০তম ওভারে সাকিব আল হাসানের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন থিসারা পেরেরা। ১৪ বল খেলে ২৯ রান করেন তিনি। ৩১তম ওভারে সুরঙ্গা লাকমলকে বোল্ড করেন রুবেল হোসেন। ৩৩তম ওভারে রুবেল হোসেনের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ হন আকিলা ধনঞ্জয়া।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে তামিম ইকবাল করেন ৮৪ রান। সাকিব আল হাসান করেন ৬৭ রান। মুশফিকুর রহিম করেন ৬২ রান। ১২ বল খেলে ২৪ রান করে অপরাজিত থাকেন সাব্বির রহমান। শ্রীলঙ্কার পক্ষে আসেলা গুনারত্নে ১টি, থিসারা পেরেরা ৩টি, আকিলা ধনঞ্জয়া ১টি ও নুয়ান প্রদ্বীপ ২টি করে উইকটে নিয়েছেন।

Logo-orginal