, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

সিরিয়ার আফরিন শহর এলাকায় সামরিক অভিযান শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী

প্রকাশ: ২০১৮-০১-২২ ১১:৩২:৪৫ || আপডেট: ২০১৮-০১-২২ ১১:৩২:৪৫

Spread the love

সিরিয়ার আফরিন শহর এলাকায় সামরিক অভিযান শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী
আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিনে তুর্কি হামলায় অন্তত ১৮ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। সিরিয়ার তথাকথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অভজারভেটরি অব হিউম্যান রাইটস গতরাতে এ তথ্য জানিয়েছে।

গত শনিবার বিকেল থেকে আফরিন শহর ও এর আশেপাশের এলাকায় সামরিক অভিযান শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী। তুর্কি জঙ্গিবিমানগুলোও সেখানে বোমা বর্ষণ করেছে। আঙ্কারা বলেছে, কুর্দি গেরিলারা ক্রমেই তাদের জন্য হুমকি হয়ে উঠছে। খুব দ্রুত অভিযান শেষ করা হবে বলে ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান।

এবারের সামরিক অভিযানের জন্যও সিরিয়ার সরকারের অনুমতি নেয় নি তুরস্ক। সিরিয়া তুর্কি অভিযানকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলে ঘোষণা করেছে।

গতকাল (রোববার) সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, তুরস্ক যা করছে তা আগ্রাসন। সিরিয়ার সরকারের সঙ্গে সমঝোতায় আসতে তিনি কুর্দি গেরিলাদের প্রতি আহ্বান জানিয়েছেন।# পার্সটুডে,

Logo-orginal