, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনদের মাঝে শিক্ষা উপকরণ বিরতণ

প্রকাশ: ২০১৮-০১-২৯ ২০:২৫:০৭ || আপডেট: ২০১৮-০১-২৯ ২০:৪১:২৭

Spread the love
২০১৮ সালের এস.এস.সি পরীক্ষার্থী ভাই বোনদের মাঝে শিক্ষা উপকরণ বিরতণ

চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগর এর আওতাধীন ২০১৮ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী ভাইবোনদের মাঝে শিক্ষা উপকরণ বিরতণ খেলাঘর চট্টগ্রাম ।

গত ২৪ জানুয়ারী খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখার সম্মানিত সদস্য ও সরকারী সিটি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ সাইফ এর উদ্যোগে অদ্য বিকাল চার ঘটিকায় দোস্ত বিল্ডিংস্থ নিজ কার্যালয়ে সরকারী সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ হানিফের সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ।

অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মহিউদ্দিন শাহ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, সাবেক সহ সভাপতি তারেক হায়দার বাবু, নগর ছাত্রলীগের সহ সম্পাদক শেখর দাশ। বক্তব্য রাখেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মশিউর আলম রাকিব, মহানগর ছাত্রলীগ নেতা মাঈনুল আহসান ইমন, জেএমসেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাহেদুল আলম বাপ্পী, সরকারী সিটি কলেজ ছাত্রলীগ নেতা সামশেদ হোসেন উমর, আব্দুর রব রাসেল, আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রলীগ নেতা যাইদিদ কামাল মাহমুদ,ঢাকা সরকারি বাংলা কলেজ ছাত্রলীগ নেতা ইমন ফয়সাল সহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা হাবিব উল্লাহ সিজু, কবিরুল ইসলাম, সিটি কলেজ ছাত্রলীগ নেতা শাহাদাত আলম রায়হান, জাহিদ হাসান সজীব, ইমাম উদ্দিন বোরহান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ, সায়েম হাসান, তীর্থ বিশ্বাস, আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ ও শেখ ফয়সাল আনান সহ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত এবং শিক্ষার পাশাপাশি সৃজনশীল ও সৃষ্টিশীল কাজের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধ থাকার প্রতি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে ২০১৮ অনুষ্ঠিতব্য এস.এস.সি পরীক্ষার্থী ভাইবোনদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। #বিজ্ঞপ্তি ।

Logo-orginal