, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

নাজিরহাট পৌরসভার প্রথম নির্বাচন ২৯ মার্চ

প্রকাশ: ২০১৮-০২-১৯ ১৭:২০:১৮ || আপডেট: ২০১৮-০২-১৯ ১৭:২০:১৮

Spread the love

নাজিরহাট পৌরসভার প্রথম নির্বাচন ২৯ মার্চ
চট্টগ্রামঃ ফটিকছড়ি উপজেলাধীন নাজিরহাট পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্টিত হচ্ছে অাগামী মাসের ২৯ তারিখ। নির্বাচন কমিশন এ সংক্রান্ত অাজ (রোববার) তফসিল ঘোষণা করেছে । জেলা নির্বাচনী কর্মকর্তার বরাত দিয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাচনী কর্মকর্তা শামসুল হক ফৌজদার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তিনি এখনো দাপ্তরিকভাবে তফসিল সংক্রান্ত চিঠি পাননি বলে জানান।

জেলা নির্বাচনী কর্মকর্তার কাছ থেকে মৌখিকভাবে পাওয়া তথ্য মতে, তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১ মার্চ, যাচাই-বাচাই ৩ ও ৪ মার্চ, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১১ মার্চ এবং প্রতিক বরাদ্দ দেয়া হবে ১২ মার্চ।’

এ ব্যাপারে নাজিরহাট পৌরসভা বাস্তবায়নের প্রধান উদ্যেক্তা অাওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, ‘নানা চড়াই-উৎড়াই পার করে নাজিরহাট পৌরসভার তফসীল ঘোষণা হলো। অাপাতত কোন জটিলতা নেই। অাগামী ২৯ মার্চ ভোটের মধ্য দিয়ে পৌরসভার জনসাধারণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে।’

অপরদিকে, তফসীলের খবর এলাকায় ছড়িয়ে পরলে পৌরবাসীর মধ্যে উদ্দীপনা বেড়ে যায়। পৌরসভার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। দীর্ঘদিন থেকে ইউপি কিংবা পৌর নির্বাচন থেকে বঞ্চিত নাজিরহাট পৌরবাসী তফসিল ঘোষণার খবের উৎফুল্ল। সুত্রঃ সিটিজি টাইমস ।

Logo-orginal