, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

বাঁচতে চায় শিশু আদিল, আসুন আমরা শিশুটির পাশে দাঁড়ায়”

প্রকাশ: ২০১৮-০২-০১ ২১:৪৯:৫৭ || আপডেট: ২০১৮-০২-০১ ২১:৪৯:৫৭

Spread the love

বাঁচতে চায় শিশু আদিল, আসুন” আমরা শিশুটির পাশে দাঁড়ায়”
আরটিএমনিউজ২৪ডটকম,লোহাগাড়াঃ সব মা-বাবা প্রাণপণ লড়াই নিজের কলিজার টুকরাকে বাঁচিয়ে তুলতে । কেউ সফল কেউ নিরাশ । কিন্তু হাল ছাড়তে নারাজ প্রত্যেক মা বাবা, আশায় বুক বেধে স্বপ্ন দেখে সন্তানকে বাঁচিয়ে তোলার ।

কিন্তু আধুনিক যুগের ব্যয় বহুল চিকিতসা-সেবা নেওয়ার ভাগ্য কি সবার হয় ? গরীবের জন্য এটি এক কঠিন বাস্তবতা ।

সেই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে স্বপ্ন দেখছে শিশু আদিলের বা-মামা, তাদের স্বপ্ন সফল হবে তো ? হা ভাই হবে ইনশা আল্লাহ, যদি আমরা সামান্য সাহায্যে নিয়ে এগিয়ে আসি আদিলকে বাঁচাতে ।

শিশু আদিল,বাবা এনামুল হক ও মা শাহেদা পারভিনের এক মাত্র ছেলে ।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের (দক্ষীন চাঁন্দা) ৮ নং ওয়ার্ড, মোনাফ মেম্বারের এলাকায় বসবাসরত ।

চুন্তীর মুন্সেফ বাজার হতে হাজী ইসহাক মিয়া সড়ক হয়ে প্রায় ৫ কিঃ মিঃ গেলেই পাহাড়ের টিলার উপর হতভাগা শিশু আদিলের বাড়ী ।

লোহাগাড়ার বেশ কজন যুবক আরটিএমনিউজ২৪ডটকমকে জানান, শিশু আদিলের চিকিত্থার কথা ।

এর আগে ফেইচবুকের প্রিয় মুখ স্থানীয় ভাবে মানব সেবায় দৃষ্টান্ত স্থাপনকারী মোঃ শাহাবুদ্দিন তার ফেইচবুক স্ট্যাটাসে সাহায্যের আবেদন জানিয়েছেন, দেশ বিদেশ থেকে অনেকে সাড়া দিয়েছেন ।

জানা যায়, জন্মের ৩ মাসের মাথায় ধরা পড়ে আদিলের হার্টে ছিদ্র আছে। অপারেশনের করতে হবে বলে জানান ডাক্তার ।

কৃষক বাবার সেই সম্বল নাই । মানুষের ধারে ধারে ঘুরে শুধু জুতা ক্ষয় করেছেন। হাতে হাতে যা পেতেন শিশুটির নিয়মিত সর্দি কাশির চিকিৎসা চালাতেও হিমশিম খেতে হয়। অপারেশন তো স্বপ্নের ব্যাপার। এখন ছেলেটির আরো নানা বিধ সমস্যা বাসা বেধেছে শরীরে ।

হন্য হয়ে ঘুরতে ঘুরতে মানুষের কাছে শুনে এসে পড়ে আমাদের হাতে। মায়ের কান্না থামাতেও বেগ পেতে হলো আমাদের। আমরা কথা দিয়েছি, যে করেই হোক শিশুটির চিকিৎসা করানো হবে। আমরা ভরসা করি আল্লাহ্’র উপর। উচিলা হবো আমরা ও আপনারাই।
আলহামদুলিল্লাহ্ আপনাদের সহযোগিতায় সংগঠনের ব্যানার বিহীন এ পর্যন্ত অনেক রুগীর সফল চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে এবং আরো অনেক রুগী এখনো চিকিৎসাধীন আছে।

পরম দয়াশীল আল্লাহ্’র উপর ভরসা করে আরো একজন রুগীর জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি।

আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী শনিবার শিশুটিকে ঢাকা বারডেম হসপিটালে পাঠানোর। যেখানে আপনাদের সহযোগিতায় একই রুগী ইয়াছিন সফল চিকিৎসা শেষে এখন ভালো আছে।

ডাক্তারের পরিক্ষা নিরিক্ষার পর যা করতে হয় তা করার জন্য সকলের সহযোগিতা একান্তই কাম্য। বিশেষ করে চুনতীর বন্ধুদের সদয় দৃষ্টি দানের অনুরোধ রইলো। আপনারা যারা সহযোগিতায় শরিক হতে চান । ( মোঃ শাহাবুদ্দিন )।

পিতা : মোঃ এনামুল হক
ফোন ও বিকাশ : ০১৮২৩৬৯২২৩৭
ব্যাংক /যৌথ একাউন্ট
০৩৩১৩৪০০২৮০২৭
স্যোসাল ইসলামী ব্যাংক
লোহাগাড়া শাখা
আইস পার্ক, লোহাগাড়া,চট্রগ্রাম

Logo-orginal