, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

মিরপুর টেস্টে বেশ বড় লক্ষ্যই পেতে যাচ্ছে বাংলাদেশ”

প্রকাশ: ২০১৮-০২-০৯ ২১:৫১:১১ || আপডেট: ২০১৮-০২-০৯ ২১:৫১:১১

Spread the love

মিরপুর টেস্টে বেশ বড় লক্ষ্যই পেতে যাচ্ছে বাংলাদেশ”
মিরপুর টেস্টে বেশ বড় লক্ষ্যই পেতে যাচ্ছে বাংলাদেশ। এর মধ্যেই ৩১২ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। হাতে আছে আরও দুই উইকেট। তবে লক্ষ্য যেমনই হোক জেতার আত্মবিশ্বাস রয়েছে টাইগারদের। সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজের এমনই ইঙ্গিত। দলের সিনিয়র খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব নিয়ে সেরাটা খেলতে পারলেই এ কঠিন পথও সহজ হয়ে যাবে বলে বিশ্বাস করেন এ তরুণ। তাই বড় ভাইদের সে দায়িত্ব নিতে বললেন নবীন এ অল রাউন্ডার।

চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। মুশফিকুর রহীমও খেলেছিলেন ৯২ রানের দারুণ এক ইনিংস। হার না মানা ৮৪ রানের ইনিংস খেলেছিলেন আরেক অভিজ্ঞ খেলোয়াড় ও দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। অথচ মিরপুর টেস্টে ব্যর্থ এরা সবাই। এদিন একমাত্র মিরাজই বলার মতো কিছু করতে পেরেছেন। তবে দ্বিতীয় ইনিংসে সিনিয়ররা দায়িত্ব নিয়ে খেলবেন বলে আশা করছেন এ নবীন, ‘আমাদের সিনিয়র খেলোয়াড় যারা আছে, তারা ভালো খেলবে, দায়িত্ব নেবে। তারা ভালো খেললে দল ভালো ফল করবে।’

প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে টাইগারদের ব্যাটিং লাইন আপ। এমন দিনের পর স্বাগতিকদের আত্মবিশ্বাসে বড় চিড়ই ধরার কথা। তবে এমনটা মানতে রাজি নন মিরাজ, ‘আমাদের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস আছে। যারা ব্যাটসম্যান আছে সবাই খুব আত্মবিশ্বাসী! মুমিনুল ভাই, তামিম ভাই, মুশফিক…ভাই সকল ভাইরা যারাই আছে, সবার মধ্যে আত্মবিশ্বাস আছে।’

এদিন ৩৮ রানের ইনিংস খেলেছিলেন মিরাজ। বল খেলেছিলেন ৭৮টি। তাই উইকেটটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন তিনি। সে অভিজ্ঞতা থেকেই বললেন, ‘উইকেট এখনো খেলার অনুপযুক্ত হয়নি। এখনো কোন বল অনেক নিচু হয়নি। উইকেটে টার্ন আছে। তবে ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়নি। স্বাভাবিক খেলা খেলতে পারলেই ব্যাটসম্যানরা সফল হবে।’

প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের ভেঙে পড়াকে স্রেফ দুর্ঘটনা জানিয়ে মিরাজ বলেছেন, ‘প্রথম ইনিংসে এমনটা হতেই পারে। এটা আসলে দুর্ঘটনা বলবো।’ তবে তা থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে যুগান্তকারী কিছু করতে চায় টাইগাররা, ‘প্রথম ইনিংসের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দ্বিতীয় ইনিংসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, আমরা মাত্র ১১০ রানে অল আউট হয়েছি। প্রথম ইনিংসের ব্যর্থতা আমরা ভুলে যেতে চাই। এখন আমাদের লক্ষ্য ওরা যত রান টার্গেট দেবে সেটা টপকানো। সুত্রঃ পরিবর্তন ডটকম ।

Logo-orginal