, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

মুক্তিযোদ্ধা এড. আবুল কালাম আজাদের জানাযা ও রাষ্ট্রীয় সম্মান শেষে দাফন

প্রকাশ: ২০১৮-০২-১৬ ১৪:৩১:০২ || আপডেট: ২০১৮-০২-১৬ ১৪:৩১:০২

Spread the love

মুক্তিযোদ্ধা এড. আবুল কালাম আজাদের জানাযা ও রাষ্ট্রীয় সম্মান শেষে দাফন
চট্টগ্রামঃ জাসদ সহ সভাপতি, চট্টগ্রাম বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বার কাউন্সিলের সাবেক সদস্য মুক্তিযোদ্ধা এড. আবুল কালাম আজাদের জানাযা ও রাষ্ট্রীয় সম্মান শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারি)নগরীর চান্দগাও আবাসিক বি-ব্লক জামে মসজিদে মরহুম জানাযা শেষে আবাসিক কবরস্থানে দাফন করা হয়।

মুক্তিযুদ্ধ আবুল কালামকে দাফনের পূর্বে রাষ্ট্রীয় সম্মান জানান নগর পুলিশের একটি দল।

মরহুম কালাম, গতকাল বিকেল সাড়ে ৩টায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আজ সকাল ১০টায় কোর্ট বিল্ডিংস্থ সোনালী ব্যাংক চত্বরে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। বাদ জুমা চান্দগাঁও আবাসিক বি ব্লক জামে মসজিদে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয় ।

জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি, জাসদের কার্যকরী সভাপতি সাংসদ মঈনুদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক শিরীণ আক্তার এমপি, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বাবু ইন্দু নন্দন দত্ত, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বাবুল, স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ খালেদ, দক্ষিণ জেলার সভাপতি নরুল আলম মন্টু, কেন্দ্রীয় কমিটির সদস্য তৈয়বুর রহমান, উত্তর জেলা জাসদের সভাপতি বেলায়েত হোসেন, উপদেষ্টা আবুল কাশেম, উত্তর জেলা জাসদের সাধারণ সম্পাদক সাইফুল আকতার, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, মহানগর জাসদের যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, হাজী আবু বক্কর সিদ্দিক, স্বপন চৌধুরী, মাহাবুবুল হক, মঈনুল আলম খান, হাসান শহীদ রানা প্রমুখ আবুল কালাম আজাদের মৃত্যুতে পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। এছাড়াও পৃথক বিবৃতিতে মরহুমে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাধারণ সম্পাদক এড. নাজিম উদ্দীন চৌধুরী, চন্দনাইশ আইনজীবী সংসদের সভাপতি এড. মো. শওকত হোসাইন, সিনিয়র সহ সভাপতি এড. তুষার সিংহ হাজারী, সহ সভাপতি এড. রফিক আহমদ, সাধারণ সম্পাদক এড. কুতুব উদ্দীন, সমমনা আইনজীবী সংসদের সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী ফারুখ প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।

Logo-orginal