, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

রাজুকে সভাপতি এবং আজিজকে সা. সম্পাদক করে শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার নতুন কমিটি গঠন

প্রকাশ: ২০১৮-০২-২২ ১৯:৪৩:২৯ || আপডেট: ২০১৮-০২-২২ ১৯:৪৩:২৯

Spread the love

রাজুকে সভাপতি এবং আজিজকে সা. সম্পাদক করে শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক,আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা: চ্যানেল আই এর রাজু আলীমকে সভাপতি এবং দৈনিক যুগান্তরের কেএম আজিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২০১৮-১৯ সেশনের জন্য শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ সেগুন রেস্তোরায় সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুস সালাম (প্রথম আলো), সাজ্জাত হোসেন সবুজ(বাসস), বেনজির আহাম্মদ (বাংলা ভিশন), রেজাউল হক রেজা (আনন্দ আলো), যুগ্ম-সম্পাদক বোরহান উদ্দিন (অর্থকণ্ঠ), আসাদুজ্জামান আজম (অর্থসূচক), সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান (দৈনিক সমকাল), সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবদুল গফফার তপন (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), অর্থ সম্পাদক মো. আনিসুর রহমান (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), দপ্তর সম্পাদক ওবায়েদুল আল মামুন (সময় টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন তুষার (বার্তা সংস্থা আইএনবি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আদনান হাদী (দি সান), সমাজ কল্যাণ সম্পাদক শাহাদৎ হোসেন শাহীন (দৈনিক গণমুক্তি), নারী বিষয়ক সম্পাদক ফারহানা ইয়াসমিন যুথী (বৈশাখী টিভি), কার্যকরী সদস্য রফিকুল ইসলাম আজাদ (দি ইন্ডিপেন্ডেন্ট), মোজাম্মেল হক চঞ্চল (যুগান্তর), গিয়াস উদ্দিন (অর্থসূচক), মো: মনির হোসেন (নয়া দিগন্ত), সাইফুল ইসলাম (দি ইন্ডিপেন্ডেন্ট), বাবুল হোসেন ( সময় টিভি)।

সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় সদ্য বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আনিছুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা কবি শফিক মাহমুদ, ফখরুল ইসলাম কাঞ্চন, সংগঠনের সদস্য হাবিবুর রহমান পলাশ (এশিয়ান টেলিভিশন), মো: মনির হোসেন (নয়া দিগন্ত), জামাল উদ্দিন (বাংলা ভিশন), খলিলুর রহমান জুয়েল (এটিএন বাংলা), ইকবাল হাসান(দৈনিক সংগ্রাম), শামসুল আরেফীন (৭১ টেলিভিশন), মোয়াজ্জেম হোসেন বিপুল (এশিয়ান টেলিভিশন), আশিকুর রহমান রাজু (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), মাহাবুব আলম (দি অবজারভার), মো: সাব্বির হোসেন (ডিবিসি), মনির হোসেন তপু (এটিএন বাংলা), সি এম মনির হোসেন (এসএটি), শফিকুজ্জামান রুবেল (এশিয়ান টেলিভিশন), মাহমুদুল হাসান শাকুরী (দৈনিক সংবাদ), মো: রাজিবুল ইসলাম (এশিয়ান টেলিভিশন), মো: খলিলুর রহমান (দৈনিক জনকণ্ঠ), এস এম জাকির হোসেন (দৈনিক আজকের বাজার), এইচ এম আদর (টাইমস নিউজ২৪), মনিরুজ্জামান (অনলাইন টুডে বার্তা), সাহেদ (ভোরের কাগজ), সাকিব আল রোমান (নতুন সময়), একে আজাদ ( চ্যানেল আই), মো: স্বপন দেওয়ান (আরটিভি), নাজমুল হোসেন শুভ ( আমার নিউজ), মো: আতাউর রহমান( এটিএন নিউজ), মো: জাফর( আমাদের অর্থনীতি) প্রমুখ।

Logo-orginal