, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar 1prewettmary1987

সাতকানিয়া ব্লাড ব্যাংক’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মসূচি সম্পন্ন

প্রকাশ: ২০১৮-০২-০৫ ১৯:২২:৩১ || আপডেট: ২০১৮-০২-০৬ ১৬:০৯:৪২

Spread the love

মোঃ জাহেদুল ইসলাম, আরটিএমনিউজ২৪ডটকম: মানবদেহের অন্যতম মৌলিক উপাদান রক্ত। রক্তের অভাবে অনেক সময় অকালে ঝরে পড়ে তাজা প্রাণ।

‘চলো বদলে যাই, রক্ত দিয়ে জীবন বাঁচায়’ স্লোগানকে ধারণ করে রক্তদাতাদের সংগঠন ‘সাতকানিয়া ব্লাড ব্যাংক’র উদ্যোগে বিনামূল্যে ‘রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মসূচি’ সম্পন্ন হয়েছে।

সিটিজি ব্লাড ব্যাংক’র সার্বিক সহযোগিতায় সোমবার (০৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট নিউ মার্কেট চত্বরে সকাল ১০টার সময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু করে ‘সাতকানিয়া ব্লাড ব্যাংক’র সদস্যরা, একটানা দুপুর ৩টা পর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয়ে তাদের এ ক্যম্পেইন চলে।

কর্মসূচি চলাকালীন ক্যাম্প পরিদর্শন করে সদস্যদের অনুপ্রাণিত করেন আরটিএমনিউজ২৪ডটকম’র ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ জাহেদুৃল ইসলাম।

এতে শতাধিক লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ রক্তদানের উপকারিতা, মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা এবং মহামারি থ্যালাসেমিয়া রোগের প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে ধারনা দেয়া হয়।

Logo-orginal