, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

দুবাইতে ৫০ হাজার দেরহাম ফেরত দিয়ে বিরল দৃষ্টান্ত বাংলাদেশী সালমানের

প্রকাশ: ২০১৮-০৩-০৭ ২০:০১:৩৯ || আপডেট: ২০১৮-০৩-০৭ ২০:০৪:৩৩

Spread the love

দুবাইতে সততার পরিচয় দিয়ে বিরল দৃষ্টান্ত এক বাংলাদেশীর
প্রবাস ডেস্ক: দুবাইতে সততার পরিচয় দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করল এক বাংলাদেশী।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ সালমান সততার এই দৃষ্টান্ত দেখালেন।

জানা গেছে গত ৫ মার্চ দুপুর দুটায় কর্মস্থলে যাওয়ার পথে ৫০ হাজার দেরহাম (প্রায় ১১ লক্ষ টাকা) কুড়িয়ে পান।

কুড়ানো টাকা তিনি স্থানীয় থানায় গিয়ে পুলিশের নিকট জমা দেন।

তার সততার দৃষ্টান্তস্বরূপ তাৎক্ষনিক সম্মাননার একটি সার্টিফিকেট দেওয়া হয়।

পাশাপাশি তাকে কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক সম্মননা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

থানায় ৫০,০০০ দেরহাম জমা দেওয়ার রশিদ।

ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট গ্রামের জসিম উদ্দিনের সন্তান মোহাম্মদ সালমান বিগত ৬ বছর থেকে আমিরাতে কর্মরত।

Logo-orginal