, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

ভারতকে হারাতে পারলেই ফাইনালের পথে এগিয়ে যাবে টাইগাররা

প্রকাশ: ২০১৮-০৩-১৪ ১১:১০:৫৬ || আপডেট: ২০১৮-০৩-১৪ ১১:১০:৫৬

Spread the love

ভারতকে হারাতে পারলেই ফাইনালের পথে এগিয়ে যাবে টাইগাররা
প্রথম ম্যাচে ভারতের কাছে বাজে হারে নিদাহাস ট্রফি মিশন শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। শ্রীলংকার ছুড়ে দেয়া ২১৫ রানের টার্গেট দুর্দান্তভাবে ধরে ফেলেন তারা। তুলে নেন ঐতিহাসিক জয়।

রেকর্ডগড়া জয়ে এখন চনমনে মেজাজে আছেন মুশফিক-তামিমরা। এবার তাদের বাধা ফের ভারত। এ ম্যাচ জিতলেই ফাইনালের পথে এগিয়ে যাবে টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়ে আজ বুধবার রোহিত বাহিনীর বিপক্ষে নামছেন তারা। এ মহারণ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম থেকে সেটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

লংকানদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলেও উইনিং কম্বিনেশন ভাঙতে পারে বাংলাদেশ। সাব্বির রহমান ও তাসকিন আহমেদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে গত ম্যাচে সাব্বিরের রানআউটের ধরন কটূ ঠেকেছে সর্বস্তরের ক্রিকেট-অনুরাগীদের কাছে। আর তাসকিনের বাজে বোলিংয়ের নিন্দা করছেন তারা।

তাই ভারতের বিপক্ষে সেরা একাদশে এ দুজন নাও থাকতে পারেন। তাদের জায়গায় ঢুকতে পারেন আরিফুল হক ও আবু জায়েদ রাহী। এবারের বিপিএলে নিয়মিত পারফরমার তারা। ঘরোয়া ক্রিকেটেও তাদের পারফরম্যান্স নজরকাড়া।

শেষ দিকে রান তুলতে পারদর্শী আরিফুল। দিতে পারেন ফিনিশিং টাচ। পাশাপাশি পারেন হাতও ঘোরাতে। আর উইকেটের দুদিকেই সুনিপুণভাবে সুইং করাতে সক্ষম রাহী। পারেন স্লগ ওভারে ইয়র্কার মারতে। তাই বিবেচনা হতে পারেন তারা।

এ ছাড়া লংকা ম্যাচে খেলা বাকি সদস্যদের সবাই থাকছেন। এ ম্যাচেও তামিমের সঙ্গে ওপেনিংয়ে সঙ্গী হবেন লিটন দাস। ওয়ানডাউনে দেখা যেতে পারে সৌম্যকে। আরিফুল খেললে নামবেন ছয়ে। অন্যরা যে যার জায়গায় ব্যাট-বল করবেন।

এদিকে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হার মানে ভারত। পরের ম্যাচে বাংলাদেশকে হারায় তারা। তৃতীয় ম্যাচে স্বাগতিকদের উড়িয়ে দিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে রোহিত অ্যান্ড কোং। তাদের আত্মবিশ্বাসও তুঙ্গে। বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় ওরা। ফলে ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই যায়।

এর আগে চলুন দেখে নেয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশ কেমন হতে পারে-

বাংলাদেশ সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক/সাব্বির রহমান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ/আবু জায়েদ রাহী, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু ও মোস্তাফিজুর রহমান।
সুত্রঃ যুগান্তর ।

Logo-orginal