, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

অবশেষে সুসাইড মেশিনও তৈরী করল এক বৈজ্ঞানিক

প্রকাশ: ২০১৮-০৪-১৯ ০০:২০:১৩ || আপডেট: ২০১৮-০৪-১৯ ০০:২০:১৩

Spread the love

অবশেষে সুসাইড মেশিনও তৈরী করল এক বৈজ্ঞানিক
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অনুষ্ঠিত ‘ফিউনারেল ফেয়ার’ মেলায় কোনো কষ্ট ছাড়াই স্বেচ্ছামৃত্যুর সুযোগ করে দেবে এমন একটি যন্ত্র প্রদর্শিত হয়েছে।

এই যন্ত্রটি তৈরি করেছেন অস্ট্রেলীয় উদ্ভাবক এবং চিকিৎসক ফিলিপ নিৎশকে।

বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট সিনেটের এক প্রতিবেদনে জানানো হয়, আমস্টারডামের এই মেলায় ‘সার্কো’ নামের এই যন্ত্র উপস্থাপন করেন ফিলিপ নিৎশকে।

থ্রি-ডি প্রিন্টারে তৈরি এই যন্ত্রটি স্বেচ্ছামৃত্যুর ধরন পাল্টে দেবে বলে তিনি আশা করেন। এই যন্ত্রের সাহায্য কোনো কষ্ট ছাড়াই একজন মানুষ মৃত্যুবরণ করতে পারবে।

‘সার্কো’ নামটি এসেছে ‘সার্কোফ্যাগাস’ শব্দটি থেকে। পাথরের তৈরি অলঙ্কৃত কফিনকে সার্কোফ্যাগাস বলা হয়।

কফিনের মতো এই যন্ত্রটি একটি স্ট্যান্ডের ওপর দাঁড় করানো আছে। এর সঙ্গে সংযুক্ত আছে নাইট্রোজেনের একটি ক্যান।

ফিলিপ নিৎশকে গণমাধ্যমকে জানিয়েছেন, স্বেচ্ছামৃত্যু চাইলে এই কফিনের ভেতরে শুয়ে একটি বোতাম চাপতে হবে। এতে ওই কফিনের ভেতরটা নাইট্রোজেনে ভরে যাবে।

‘প্রথমে একটু মাথা ঘোরার ভাব হবে।  এরপর ওই ব্যক্তি অচেতন হয়ে যাবেন এবং কিছু সময় পর মারা যাবেন। সুত্র: চ্যানেল আই।

Logo-orginal