, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar rtm

এবারও কেরানীহাট ফাজিল মাদ্রাসায় জলাবদ্ধতার আশঙ্কা

প্রকাশ: ২০১৮-০৪-১৬ ১০:০৩:২২ || আপডেট: ২০১৮-০৪-১৬ ১০:০৪:৩৫

Spread the love
গত বর্ষায় মাদ্রাসায় প্রবেশের একমাত্র রাস্তাটিতে হাঁটু পানি

আরটিএমনিউজ২৪ডটকম, সাতকানিয়া: এবারও বর্ষা মৌসুমে কেরানীহাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় জলাবদ্ধতার আশঙ্কাকে কোনোভাবেই উড়িয়ে দেয়া যাচ্ছে না। কেননা প্রতি বর্ষা মৌসুমে দেখা মেলে সামান্য বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়েন মাদ্রাসার শতশত শিক্ষার্থী ও শিক্ষকরা।

বৃষ্টি হলেই মাদ্রাসার আশপাশের এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানিতে তলিয়ে যায় মাদ্রাসাসহ পুরো এলাকা। বৃষ্টির পানির সাথে পার্শ্ববর্তী বাজারের বর্জ্য, ময়লা-আবর্জনায় সৃষ্টি হয় দুর্গন্ধ; ফলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়।

গত বর্ষায় মাঠ পেরিয়ে ক্লাসে ঢুকছে পানি

অভিযোগ রয়েছে মাদ্রাসার পানি চলাচলের ড্রেন বন্ধ করে স্থানীয় প্রভাবশালীরা ভবন নির্মাণ করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়।

গত বর্ষা মৌসুমে মাদ্রাসার উপাধ্যক্ষ মফিজুর রহমান ফেসবুক পোস্টে মাদ্রাসার জলাবদ্ধতার ভয়াবহ চিত্র তুলে ধরেন। যা থেকে স্পষ্ট বর্ষা মৌসুমে মাদ্রাসার পরিবেশ।

 গত বর্ষায় মাদ্রাসায় ভয়াবহ জলাবদ্ধতা

সরেজমিন গিয়ে দেখা গেছে, মাদ্রাসার পানি চলাচলের প্রায় সবকটি নালা বন্ধ। যার ফলে আগামী বর্ষা মৌসুমে মুষলধারে বৃষ্টি না হয়ে টানা টিপটিপ বৃষ্টি পড়লেও জলাবদ্ধতা সৃষ্টি হবে।

এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

Logo-orginal