, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Avatar rtm

কেরানীহাট মাদ্রাসায় সাতকানিয়া ব্লাড ব্যাংক’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

প্রকাশ: ২০১৮-০৪-০৯ ১৪:১২:৩০ || আপডেট: ২০১৮-০৪-০৯ ১৬:৩৪:৩৫

Spread the love
কেরানীহাট মাদ্রাসায় সাতকানিয়া ব্লাড ব্যাংক’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

আরটিএমনিউজ২৪ডটকম, সাতকানিয়া: ‘চলো বদলে যাই, রক্ত দিয়ে জীবন বাঁচায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন করেছে সাতকানিয়া ব্লাড ব্যাংক। স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি মহামারি থ্যালাসেমিয়া রোগের প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে ধারণা দেয়া হয় ক্যাম্পেইনে।

সোমবার (০৯ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় বিনামূল্যে এ রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সাতকানিয়া ব্লাড ব্যাংকের উপদেষ্টা, পরিচালক মোঃ খোরশেদ আলমের পরিচালনায় উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে মাদ্রাসার উপাধ্যক্ষ মফিজুর রহমান মাদানী, শিক্ষক নুরুল হক সিরাজী, হোসাইন আলী, আহমেদ রশীদ, মাহমুদুল হক, মাওলানা মোজাম্মেল হক, জাফর আহমদ, মোঃ হোসেন, জসীম উদ্দীন, মোজাম্মেল হক, নুরুল কবির, আবুল হাশেমসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

উক্ত ক্যাম্পেইনে প্রায় পাঁচশত ছাত্র-ছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

Logo-orginal