, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

বিশ্বজয়ী বাংলাদেশী হাফেজে কুরআন কিশোর তরিকুল ইসলাম এখন কুয়েতে

প্রকাশ: ২০১৮-০৪-১২ ১২:৫১:৪০ || আপডেট: ২০১৮-০৪-১২ ১২:৫১:৪০

Spread the love

বিশ্বজয়ী বাংলাদেশী হাফেজে কুরআন কিশোর তরিকুল ইসলাম এখন কুয়েতে
কুয়েত: বিশ্বজয়ী বাংলাদেশী হাফেজে কুরআন কিশোর তরিকুল ইসলাম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতায় অংশ নিতে কুয়েত পৌছেছেন।

গতরাতে কুয়েত এয়ারওয়েজের বিমানে করে হাফেজ তরিকুল কুয়েত পৌছে হোটেল ক্রাউন প্লাজায় সরকারি মেহমান হিসাবে আছেন।

৭৯ দেশের ৭২ জন প্রতিযোগি নিয়ে গত ১০ এপ্রিল থেকে কুয়েতের আমীর শেখ সাবাহ আহমদ জাবের আল সাবাহর তত্ত্ববধানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে।

প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হাফেজ তরিকুল ইসলাম।

এরআগে আমিরাতের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১০৩টি দেশের প্রতিযোগিকে হারিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন হাফেজ তরিকুল।

বিজয়ী হিসেবে তরিকুল পেয়েছেিলেন প্রায় আড়াই লাখ দিরহাম অর্থ পুরস্কার।

বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি প্রতিযোগিতাতে তরিকুল শ্রেষ্ঠ হয়ে দুবাইতে গিয়েছিল। দুবাই অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১০৩ জন প্রতিযোগীর মধ্যে আমেরিকান প্রতিযোগি হুজাইফাহ সিদ্দিকীকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছিল তরিকুল ইসলাম।

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাজুত তাহফিল ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ তরিকুল ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামে। বাবা মো. আবু বকর সিদ্দিক ঢাকায় একটি মসজিদের ইমাম।

মারকাজুত তাহফিল ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল বিশ্বজয়ী এ হাফেজের উস্তাদ হাফেজ মাওলানা নেছার আহমদ আন নাছিরী বলেন, তরিকুল মাত্র এক বছরে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছে। তিনি বলেন, তার এ অর্জন বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছে।

Logo-orginal