, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

ভারতীয় আইপিলের ভয়াবহ জুয়ার থাবা চট্টগ্রামে

প্রকাশ: ২০১৮-০৪-২৪ ১২:১৮:৩১ || আপডেট: ২০১৮-০৪-২৪ ১২:১৮:৩১

Spread the love

ভারতীয় আইপিলের ভয়াবহ জুয়ার থাবা চট্টগ্রামে
চট্টগ্রাম: ক্রিকেট বিশ্বের জমজমাট আসর ভারতীয় প্রিমিয়ার ক্রিকেট লীগ বা আইপিএল। ভারতজুড়ে আইপিলের আরেক পরিচয় জমজমাট জুয়ার আসর।

আইপিল জুয়াড়িদের থাবা ইন্ডিয়া পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

এইদিকে আইপিল জুয়ার ভয়াবহতা নিয়ে শংকিত চট্টগ্রামের অভিবাকরা। দৈনিক পুর্বকোনের এক প্রতিবেদনে আইপিএল জুয়ারর ভয়াবহতা উঠে এসেছে।

দৃশ্যপট ১
রাত তখন ১০টার কাটা ছুঁইছুঁই।নগরীরওয়ার্লেস কলোনি এলাকার একটি চায়েরদোকানে প্রচ– ভিড়। না, মোটেই চা–নাস্তাকরার জন্য প্রায় মধ্যরাতে এই ভিড়ের কারণনয়। কারণ টাইগারদের কাটার–মাস্টারমুস্তাফিজুর রহমান। তাও আবার বাংলাদেশেনয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল)।সেখানে ২২ এপ্রিল রাতে মুস্তাফিজের মুম্বাইইন্ডিয়ান্স খেলছিল রাজস্থান রয়েলসেরবিরুদ্ধে। ম্যাচে ফিজের দল হেরেছে, হেরেছেএদেশের অনেক তরুণ যুবাও। ভারতেআইপিএল অথচ এদেশে নিঃস্ব হচ্ছেনঅনেকেই। এর কারণ বাজি, যাকে আইপিএলজুয়াও বলা হচ্ছে। তো সে ম্যাচে মুস্তাফিজ ৪ওভার বল করে ৩৫ রানের বিনিময়ে উইকেটলাভ করেন মাত্র ১টি। ম্যাচের প্রতিটি ওভারেমুস্তাফিজ বল হাতে পেলেই ওয়ার্লেসকলোনির নির্দ্দিষ্ট সেই চায়ের দোকানেউপস্থিত অনেকেরই ব্যস্ততা বেড়ে যায়। সমানেচলে মোবাইলে টেপাটেপি। কেউ কেউসরাসরি কল করেই টাকার অংক নির্দ্দিষ্ট করেদেন।
দৃশ্যপট ২
শেরশাহ এলাকার আইপিএল ম্যাচ চলাকালেএক বিকাল বেলা। ৫–৬

Logo-orginal