, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

আইপিএল অভিষেক হলো নেপালি ক্রিকেটার লামিচানের

প্রকাশ: ২০১৮-০৫-১৩ ১৯:৪৬:৪৩ || আপডেট: ২০১৮-০৫-১৩ ১৯:৪৬:৪৩

Spread the love

আইপিএল অভিষেক হলো নেপালি ক্রিকেটার লামিচানের
ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) অভিষেক হলো নেপালি ক্রিকেটার সন্দিপ লামিচানের। গতকাল দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে মাঠে নামেন তিনি। নেপালের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে প্রথম ম্যাচ খেললেন ১৭ বছর বয়সী এ স্পিনার।

এ ম্যাচে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কাছে ৫ উইকটে হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন লামিচান। ৪ ওভার বল করে ২৫ রান খরচায় ওপেনার পার্থিব প্যাটেলের উইকেটটি তুলে নেন তিনি। এর আগে ২০ লাখ ভারতীয় রুপিতে তাকে ভেড়ায় দিল্লি।

বিশ্ব ক্রিকেটে নেপাল অতিক্ষুদ্র একটি নাম। এখনো ওয়ানডে মর্যাদাও পায়নি দেশটি। তবে সেই দেশের হয়েই নিজেকে উজ্জ্বলভাবে মেলে ধরেছেন লেগ স্পিনার সন্দিপ লামিচান। লামিচানের সঙ্গে জাম্বিয়ায় জন্ম নেওয়া দক্ষিণ আফ্রিকান পেসার কার্ল জুনিয়র ডালারও অভিষেক হয়েছে এ ম্যাচে।

২০১৬তে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ বিশ্বকাপে বল হাতে সেরা নৈপূণ্য দেখান লামিচান। ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন এ লেগি। এছাড়া পঞ্চম বোলার হিসেবে যুব বিশ্বকাপে হ্যাটট্রিকের কীর্তিও গড়েন তিনি। এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগেও দল পেয়েছিলেন লামিচান। সেন্ট কিটসের হয়ে অবশ্য মাঠে নামা হয়নি তার।
ওয়ার্ল্ড ক্রিকেট লীগের ডিভিশন টু-তে ১৭ উইকেট নেয়ারও কৃতিত্ব দেখিয়েছেন এ যুবা। বিশ্বকাপ কোয়ালিফাইংয়ে নেপালের হয়ে ৬ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট।

Logo-orginal