, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯

admin

‘ইনিই তিনি। ধরা পড়েছেন। শাস্তি হবেই, ভরসা রাখুন

প্রকাশ: ২০১৮-০৫-১৩ ১৯:২৫:১০ || আপডেট: ২০১৮-০৫-১৩ ১৯:২৫:১০

Spread the love

‘ইনিই তিনি। ধরা পড়েছেন। শাস্তি হবেই, ভরসা রাখুন
ভারতের কলকাতায় বাসে নারীকে দেখে প্রকাশ্যে আপত্তিকর অসামাজিক আচরণের অভিযুক্ত সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ওই নারী মাঝবয়সী লোকটির আচরণের দৃশ্য নিজের ফোনে রেকর্ড করেন এবং পরে সামাজিক মাধ্যমে তা পোস্ট করলে কিছুক্ষণের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। সংবাদ বিবিসি বাংলার।

ফেসবুকে ভিডিওটি পোস্ট করার ঠিক আট ঘণ্টা পর, কলকাতা পুলিশের ভাষায় ‘শহর চষে ফেলে’ তারা শনিবার রাতেই অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে।
কলকাতা পুলিশ জানিয়েছে, যে ব্যক্তিটি এমন আচরণ করেছিলেন তিনি পেশায় একজন হকার।
পরে কলকাতা পুলিশের নিজস্ব ফেসবুক পোস্টে ওই ব্যক্তির ছবি দিয়ে লেখা হয়, ‘ইনিই তিনি। ধরা পড়েছেন। শাস্তি হবেই, ভরসা রাখুন।’

ওই নারী তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, শনিবার দুপুরে তিনি যখন বন্ধুর সঙ্গে উত্তর কলকাতার হেদুয়া থেকে ৩০বি/১ রুটের একটি বাসে চড়ে যাচ্ছিলেন, তখন ওই ব্যক্তি আচমকাই তাকে উদ্দেশ্য করে ওই জঘন্য কাজটি করতে শুরু করে।

চলন্ত বাসে নিজের সিটে বসে প্যান্টের জিপার খুলে গোপনাঙ্গ বের করে তিনি ওই মহিলার দিকে তাকিয়ে যৌনাচার করতে থাকেন।
তিনি বাস কন্ডাক্টরের দৃষ্টি আকর্ষণ করলে সে হাসতে হাসতে বলে “আমি কী করতে পারি, বলুন? কার মনে কী আছে, সেটা আমি কী করে জানব?”

তখন “ওই লোকটি নোংরামো করছেন, ওকে আপনারা ধরুন,” বলে সেই নারী চিৎকার করে উঠলেও বাসের যাত্রীরা কেউ কোনও প্রতিবাদ করেনি। তারা সবাই চুপচাপ বসেছিল বলেই তিনি জানাচ্ছেন।

এমনকি, তার সঙ্গে এই ঘটনা প্রথম নয় বলেও তার দাবি। দিন-পনেরো আগেও এই একই ব্যক্তি আর একটি বাসে ওই মহিলাকে উদ্দেশ্য করে একই ধরনের নোংরামো করলেও তখনও বাসের কন্ডাক্টর বা যাত্রীরা কিছুই করেননি বলে তার অভিযোগ।

এবার আর তিনি অবশ্য বিষয়টা উপেক্ষা করেননি। নিজের মোবাইলেই ওই ব্যক্তির ছবি রেকর্ড করে নিয়ে তিনি পরে ফেসবুকে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে পোস্ট করেন। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে হুলুস্থুল পড়ে যায়।

মাত্র কয়েক ঘণ্টার ভেতর তার পোস্টে ২৫ হাজার কমেন্ট পড়ে যায়। প্রায় চল্লিশ হাজারের মতো লোক সেটি শেয়ার করেন।

রাত সাড়ে আটটা নাগাদ কলকাতা পুলিশ জানায়, তারা ওই ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আরও বলা হয়, প্রিয়াঙ্কা দাস নামে ওই নারীর ফেসবুক পোস্টের ভিত্তিতেই মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছিল।

এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে খুব কম সময়ের মধ্যে ধরতে পারায় সামাজিক মাধ্যমে অনেকেই যেমন কলকাতা পুলিশের তারিফ করছেন, তেমনি বাসের সহযাত্রীরা এই ঘটনায় হাত গুটিয়ে থাকায় নিন্দারও ঝড় উঠেছে।

মাত্র কয়েক দিন আগে কলকাতার মেট্রোরেলে এক তরুণ-তরুণী নিজেদের মধ্যে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় ছিলেন, তার প্রতিবাদে ট্রেনের সহযাত্রীরা স্টেশনে নেমে তাদের ব্যাপক মারধর করেছিলেন।

সেই ঘটনার পর কলকাতার ‘মরাল পুলিশিং’ বা নৈতিকতার মুরুব্বিগিরি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।

অনেকেই বলছেন, সেই ঘটনার মাত্র কয়েক দিনের মধ্যে গণপরিবহনে এ রকম অসভ্যতা দেখেও কলকাতা কীভাবে চুপ থাকতে পারল, এটাই তাদের মাথায় ঢুকছে না!

কূয়েত সিটি:পাকিস্তানি ভারতীয় ও বাংলাদেশী ৩ নাগরিকে আটক করেছে কুয়েত সিআইডি পুলিশ। ড্রাইভিং লাইসেন্স ও
তেহরানঃ ইরানে এক বিমান দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী তেহরানের কাছে একটি বোয়িং
কুয়েত সিটিঃ সুইস গবেষণা সংস্থা ক্রেডিট সুয়েসের একটি প্রতিবেদন অনুযায়ী,২০১৯ সালের শেষ নাগাদ কুয়েতি মিলিওনেয়ারদের
চীনের একটি আপিল আদালত কানাডার এক নাগরিককে মাদক পাচারের অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। রবার্ট শেলেনবার্গ নামের
নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে আটকের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। এর মধ্য দিয়ে নয়াদিল্লি

Logo-orginal

আর টি এম মিডিয়া কর্তৃক প্রকাশিত