, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

যে কারণে দেশের পক্ষে খেলতে পারবেনা মুস্তাফিজ

প্রকাশ: ২০১৮-০৫-২৯ ১৪:৪৬:০২ || আপডেট: ২০১৮-০৫-২৯ ১৪:৪৬:০২

Spread the love

যে কারণে দেশের পক্ষে খেলতে পারবেনা মুস্তাফিজ
আফগানিস্তান সিরিজের আগে বড়সড় ধাক্কা খেল বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেলেন বোলিং আক্রমণের প্রধান মোস্তাফিজুর রহমান।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফিট হতে কাটার মাস্টারের সময় লাগবে কমপক্ষে তিন সপ্তাহ।

দীর্ঘদিন পর নিদাহাস ট্রফি দিয়ে স্বরূপে ফেরার আভাস দিয়েছিলেন মোস্তাফিজ। আইপিএলেও ধারালো দ্য ফিজকেই দেখা গেছে। খেলা ৭ ম্যাচেই ছন্দে পাওয়া গেছে তাকে। তবে বিপত্তিটাও বেঁধেছে সেখানে। বিশ্বের জনপ্রিয় এ লিগে পায়ের ইনজুরিতে পড়েন তিনি।

আইপিএলে বাসা বাঁধা ইনজুরি নিয়ে প্রায় সপ্তাহখানেক আগে দেশে ফেরেন মোস্তাফিজ। শনিবার অনুশীলন ম্যাচেও নামেন। তবে তাতে তাকে পুরোপুরি ফিট মনে হয়নি ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশের।

এ সন্দেহের জেরে পরে এক্স-রে করান বাঁহাতি এ পেসার। সেই রিপোর্টে ধরা পড়েছে, পায়ে হালকা চিড় ধরেছে তার। তাই আসন্ন আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি।

দেবাশীষ চৌধুরী বলেন, ব্যথা আছে, আঘাত আছে, হাড়ে একটু চোট আছে। যে কারণে তার যাওয়া হচ্ছে না। বুড়ো আঙুলের হাড়ে হালকা চিড় ধরেছে। সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ লাগবে। এ সময়ে তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

মোস্তাফিজের বদলে কপাল খুলতে পারে অলরাউন্ডার আবুল হোসেন রাজু বা মোহাম্মদ সাইফুদ্দিনের। তবে এখনই জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না।

ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ মাঠে গড়াবে ৩ জুন। বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ জুন। আজইদেশ ছাড়বে টাইগাররা। সুত্র:যুগান্তর।

Logo-orginal