, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

ইসরাইলী সহিংসতা থামাতে জাতিসংঘের জরুরী বৈঠক আহবান কুয়েতের

প্রকাশ: ২০১৮-০৫-১৬ ১৫:৩১:১৯ || আপডেট: ২০১৮-০৫-১৬ ১৬:৩১:৪৮

Spread the love

ইসরাইলী সহিংসতা থামাতে জাতিসংঘের জরুরী বৈঠক আহবান কুয়েতের

ফিলিস্তিনিদের উপর ইসরাইলী সহিংসতা থামাতে জাতিসংঘের সাধারন পরিষদের জরুরী বৈঠকের আহবান করেছে আরবের ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র কুয়েত।

গতকাল মঙ্গলবার একই আহবান জানাই তুরস্কের প্রেসিডেন্ট মি. এরদোগান।

দেশটির সরকারী সংবাদ সংস্থা কুনা এই তথ্য নিশ্চিত করে।

বর্তমান মুসলিম মিল্লাতের একজন বন্ধু হলেন কুয়েতের আমীর শায়ইখ জাবের আল আহমাদ আল সাবাহ।

প্রসঙ্গত গত রোববার থেকে মুসলিম বিশ্বের বিরোধীতা অগ্রাহ্য করে জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্ভোধন করলে ফিলিস্তিনীরা তীব্র বিরোধীতা ও বিক্ষোভ করে।

এই পর্যন্ত ৬০ জন ফিলিস্তানী শাহাদাৎ বরন করে এবং শত শত মানুষ আহত হয়।

Logo-orginal