, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

জেরুজালেম বিষয়ে ওআইসি ও জাতিসংঘে জরুরী অধিবেশন আহবান প্রেসিডেন্ট এরদোগানের

প্রকাশ: ২০১৮-০৫-১৫ ১১:১৭:৫০ || আপডেট: ২০১৮-০৫-১৫ ১১:১৭:৫০

Spread the love

জেরুজালেম বিষয়ে ওআইসি ও জাতিসংঘে জরুরী অধিবেশন আহবান প্রেসিডেন্ট এরদোগানের
আমেরিকান দূতাবাস জেরুজালেমে স্থানান্তর ও ফিলিস্তিনের উপর চলমান জুলুমের প্রতিবাদে আগামী শুক্রবার সকালে ইস্তান্বুলে ওআইসির জরুরী সম্মেলনের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট ও ওআইসির চেয়ারম্যান রেজপ তায়্যিপ এরদোয়ান। সম্মেলন শেষে শুক্রবার বিকেলে ইস্তান্বুলের ঐতিহাসিক ইয়েনি কাপি ময়দানে রাষ্ট্রীয় উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে সফররত প্রেসিডেন্ট এরদোয়ান গতরাতে জরুরী সংবাদ সম্মেলনে আরও যেসব ঘোষণা দেন:

১. কাল (আজকে) বিকেলে তুরস্কের জাতীয় সংসদের জরুরী (বিশেষ) অধিবেশন ডাকা হয়েছে।
২. জাতিসংঘের জরুরী সাধারণ অধিবেশ ডাকার জন্য তুরস্কের পক্ষ থেকে আহবান জানানো হবে।
৩. ওয়াশিংটন ও তেলআবিবে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতদ্বয়কে জরুরীভাবে আনকারায় ডাকা হয়েছে।
৪. শুক্রবার ইয়েনি কাপির পর বরিবার তুরস্কের দিয়ারবাকির শহরে রাষ্ট্রীয় উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
৫. শহীদদের জন্য তুরস্কে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
৬. ওআইসি সম্মেলনে সকলের সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং সিদ্ধান্ত বাস্তবায়নে যৌথ পদক্ষেপ নেওয়া হবে।………….

আল্লাহ মুসলিম উম্মাহর এই নেতার কদমকে দূঢ় রাখুন, সিদ্ধান্তগুলোতে বরকত দিন।#মুসলিম বিশ্ব।

Logo-orginal