, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

রোহিঙ্গা মুসলিম হত্যাযজ্ঞ “জাতিগত শুদ্ধি অভিযান”: জাতিসংঘে কুয়েতি প্রতিনিধি

প্রকাশ: ২০১৮-০৫-১৫ ২০:৩৯:৫৯ || আপডেট: ২০১৮-০৫-১৫ ২০:৩৯:৫৯

Spread the love

মানসুর আল ওতাইবি

রোহিঙ্গা মুসলিম হত্যাযজ্ঞ “জাতিগত শুদ্ধি অভিযান”: জাতিসংঘে কুয়েতি প্রতিনিধি

জাতিসংঘে কুয়েতের স্থায়ী প্রতিনিধি মানসুর আল ওতাইবি বলেছেন মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর যা ঘটছে তা জাতিগত শুদ্ধি অভিযান।

কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা জানিয়েছে, মানসুর আল ওতাইবি গতকাল নিউইয়র্কে বলেছেন, মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানরা যে হারে ভিটেমাটি ছেড়ে পালিয়েছে তা থেকে বোঝা যায়, তাদের ওপরজাতিগত শুদ্ধি অভিযান চালানো হয়েছে। রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো ওই ভয়াবহ সহিংসতাকে তিনি পরিকল্পিত বলে মন্তব্য করেছেন।

মুসলমানদের পোড়া ঘরবাড়ি এবং গ্রামে চালানো ধ্বংসলীলা সরেজমিনে দেখে এসে ওতাইবি বলেছেন,রাখাইনে মুসলমানদের মৌলিক মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে।

এপ্রিলের শেষ দিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে একটি তদন্ত দল মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সংঘটিত হত্যাযজ্ঞ পরিদর্শনে গিয়েছিল। জনাব ওতাইবা ওই তদন্ত দলের সদস্য ছিলেন। পরিদর্শন শেষে তদন্ত দল জানিয়েছে,মিয়ানমারের উগ্র বৌদ্ধ ও সামরিক বাহিনীর নির্মম আক্রমণের ফলে বারো লাখের মতো রোহিঙ্গা মুসলমানের জন্য জরুরি মানবিক সাহায্য প্রয়োজন।

জাতিসংঘ মিয়ানমারের মুসলমানদের ওপর সংঘটিত সহিংসতাকে “রোহিঙ্গা বিরোধী বংশ নিধন” অভিযান বলে উল্লেখ করেছে।#পার্সটুডে।

Logo-orginal