, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

অজগরের পেটে যেভাবে খোজ মিলল নিখোজ এক নারীর

প্রকাশ: ২০১৮-০৬-১৮ ০১:০৯:৫৩ || আপডেট: ২০১৮-০৬-১৮ ০১:০৯:৫৩

Spread the love

অজগরের পেটে যেভাবে খোজ মিলল নিখোজ এক নারীর
দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার মুনাদ্বীপে শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন ৫৪ বছর বয়সী ওয়া তিবা নামের এক নারী।

তাকে খুঁজে না পাওয়ায় শতাধিক গ্রামবাসী চিরুনি তল্লাশি চালায়। এক পর্যায়ে বাগানে তার স্যান্ডেল খুঁজে পায় গ্রামবাসী। এর একটু দূরে পেট ফুলে থাকা বিশাল এক অজগর সাপ দেখতে পায় তারা। তখনই গ্রামবাসীর সন্দেহ হয়।

এরপর সাপের পেট ফেঁড়ে দেখা যায় ওই নারীকে আস্ত খেয়ে ফেলেছে সাপটি। ৫৪ বছরের ওয়া তিবা নামের ওই নারীকে আস্ত গিলে ফেলা দেখে বিস্মিত হয় গ্রামবাসী।

ওই নারীর স্বজনরা জানান, বাগানে কাজ করতে গিয়েছিলেন তিনি। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এ ঘটনার পর স্থানীয় পুলিশ কর্মকর্তা হামকা জানান, বাগানের মধ্যে ২৩ ফুট লম্বা এক অজগরকে দেখতে পান স্থানীয়রা। মরার মতো সাপটি শুয়ে থাকায় সন্দেহ হয় তাদের। অনুমানের বশেই সাপটির পেট কাটে ওই নারীর স্বজনরা। পরে অজগরের পেটে পাওয়া যায় অবিকৃত অবস্থায় ওই নারীর দেহ।

ইন্দোনেশিয়া, ফিলিপাইনে প্রায়ই গবাদি পশুসহ বিভিন্ন জীবজন্তু খেয়ে ফেলে বড় বড় অজগর। কিন্তু আস্ত মানুষ গিলে ফেলার ঘটনা বিরল।

Logo-orginal