, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar rtm

সাতকানিয়ায় পুলিশের ব্লক রেইড অভিযান: গ্রেফতার ৩০

প্রকাশ: ২০১৮-০৭-১১ ১২:১৩:৪৫ || আপডেট: ২০১৮-০৭-১১ ১২:২৮:২০

Spread the love
সাতকানিয়ায় পুলিশের ব্লক রেইডে গ্রেফতার ৩০

মোঃ জাহেদুল ইসলাম, আরটিএমনিউজ২৪ডটকম: চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেনের নেতৃ্ত্বে ‘ব্লক রেইড’ নামে বিশেষ এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন- স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-২৬২/১৫ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ ইমরান চৌধুরী (৪০) পিতা-মৃত আবুল হাশেম সাং- করইয়ানগর, জিআর-১৫৫/১৪ ও জিআর-৩৯৮/১৫ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ শওকত হোসেন শেখ (৩৫) পিতা-মৃত হাবিবুর রহমান সাং-উত্তর এওচিয়া, জিআর-৩৪৪/১৬ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ শহিদুল ইসলাম (৩৪) পিতা-মৃত নুরুল ইসলাম সাং-পূর্ব রূপকানিয়া, জিআর-২৪০/১৪ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ জসিম উদ্দিন (৩৫) পিতা-আলী আহমদ সাং- বারদোনা, জিআর-০৮/১৩ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ ফারুক আহমদ (৩৪) পিতা-মনির আহমদ সাং-খাগরিয়া ভোর বাজার, সিআর-২৯৩/১৬ মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ৪,৪৫,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবদুল কুদ্দুস (৩৮) পিতা-হাছন আলী সাং-চরখাগরিয়া, সিআর-১৪৩৪/১২ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ ফেরদৌস আলম (৩০) পিতা-সিরাজুল ইসলাম সাং-খোর্দ্দ কেওচিয়া, জিআর-১০/১৪ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ ওসমান গনি (৪৭) পিতা-মৃত আবদুল সোবহান সাং-ছদাহা আফজলনগর, সিআর-৩৯২/১৮ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আরিফ (২৭) পিতা-নবাব মিয়া সাং- মনেয়াবাদ, জিআর-১০৫/১৬ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ নুরুল ইসলাম (৪০) পিতা-মৃত ওবাইদুল হাকিম সাং-গোয়াজর পাড়া, সিআর-১৩০/১৮ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রহমত উল্যাহ (২৮) পিতা-আলী আহমদ সাং-কেঁওচিয়া, সিআর-১৪৬/১৭ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আনোয়ার হোসেন (৪৪) পিতা-মৃত আহমদ কবির সাং-গারাংগিয়া, সিআর-১৪৬/১৭ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ওবাইদুল (১৯) পিতা-আবু তাহের ও জিয়াবুল হক (৫৩) পিতা-মৃত আহমদ কবির উভয় সাং-গারাংগিয়া, সিআর-১৩০৯/১৭ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবু সৈয়দ (৪২) পিতা-নওশা মিয়া সাং-দক্ষিণ কাঞ্চনা, সিআর-২৯৬/০৯ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আলমগীর (৪৫) পিতা-আলাউদ্দিন সাং-চিববাড়ী, সিআর-১৪৭/১৫ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রেজাউল করিম প্রঃ আঃ করিম মাঝি (৪৭) পিতা-মৃত মোঃ ইছহাক সাং- চিববাড়ী, সিআর-৪৫/১৮ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ হানিফ (৩৫) পিতা-হাজী ইউনুছ সাং-উত্তর চিববাড়ী, ননজিআার-২৮/১৮ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি স্বপন বড়ুয়া (৪০) পিতা-মৃত বিমল বড়ুয়া সাং-করইয়ানগর, সিআর-১০৪/১৮ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল গফুর (৩৫) পিতা-মৃত হাজী ইছহাক মিয়া সাং-চরখাগরিয়া, সাতকানিয়া থানার হত্যা মামলা নং-০৮(০৭)১৮, ধারা-৩০২ পেনাল কোড এর আসামি পারভিন আক্তার (৫০) স্বামী-মৃত রিজোয়ানুল হক সাং-দক্ষিণ তুলাতলী, সাতকানিয়া থানার মাদক মামলা নং-৬(৭)১৮ এর আসামি আবুল কাশেম (৪০) পিতা-মৃত মোজাহের আহমদ সাং-ছদাহা ফজুর পাড়া (৭০ পিস ইয়াবাসহ), সাতকানিয়া থানার মাদক মামলা নং-৭(৭)১৮ এর আসামি মোঃ শহিদুল ইসলাম (৩৫) পিতা-নুরুল ইসলাম সাং-পূর্ব রূপকানিয়া ও মাইন উদ্দিন হাসান (২২) পিতা- আব্দুল গনি সাং-বারদোনা বালার পাড়া (৯৭ পিস ইয়াবাসহ), সাতকানিয়া থানার মাদক মামলা নং-৯(৭)১৮ এর আসামি মোঃ ইলিয়াছ (৪২) পিতা-নুরুল কবির সাং-সতিপাড়া (২০ পিস ইয়াবাসহ)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন জানান, জেলা পুলিশের নিদের্শে গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন স্থানে ব্লক রেইড অভিযান পরিচালনা করা হয়। এ সময়ের মধ্যে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১ জন, সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৪ জন (১টি ৬ মাসের সাজাসহ), ৩টি মাদক মামলায় ১৮৭ পিস ইয়বাবসহ ৪ জন এবং ১টি হত্যা মামলায় ১ জনসহ মোট ৩০ জনকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Logo-orginal