, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

অক্টোপাসের হাত’ ভেঙে দেয়া হয়েছে বলে: প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

প্রকাশ: ২০১৮-০৭-১৬ ২০:৪৭:০৫ || আপডেট: ২০১৮-০৭-১৬ ২০:৪৭:০৫

Spread the love

অক্টোপাসের হাত’ ভেঙে দেয়া হয়েছে বলে: প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা তুর্কি নাগরিক ফেতুল্লাহ গুলেনকে অক্টোপাস আখ্যায়িত করে ‘অক্টোপাসের হাত’ ভেঙে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বিশাল সমাবেশে দেয়া বক্তৃতায় এরদোগান এসব কথা বলেন। ইস্তাম্বুল ব্রিজে অনুষ্ঠিত এ সমাবেশে লাখ লাখ মানুষ যোগ দেয়।

২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কের একদল সেনা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালায়। সে সময় এরদোগান অবকাশযাপনে ছিলেন কিন্তু জনগণ সে অভ্যুত্থান ব্যর্থ করে দেয়। ওই ঘটনায় ২৯০ ব্যক্তি নিহত হয়েছিল।

এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা গুলেনকে দায়ী করে আসছেন এরদোগান। গুলেনকে ফেরত দেয়ার জন্য এরদোগান যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে।

কিন্তু গুলেন সবসময় অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। যুক্তরাষ্ট্র গুলেনকে ফেরত দেয়নি। সুত্র: যুগান্তর।

Logo-orginal