, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

অবশেষে হাতির দলটি ফিরে গেল আপন ঠিকানায়

প্রকাশ: ২০১৮-০৭-১৫ ১২:২৯:১৭ || আপডেট: ২০১৮-০৭-১৫ ১২:২৯:১৭

Spread the love

অবশেষে হাতির দলটি ফিরে গেল আপন ঠিকানায়

দীর্ঘদিন তা-ব চালিয়ে অবশেষে আপন ঠিকানায় ফিরে গেল হাতির দলটি। এতে জনমনে কিছুটা স্বস্তি এলেও, আতংক কাটছে না। আবার কখন এ হাতির দলটি ফিরবে।

দীর্ঘ একমাস ধরে বন্যা হাতির দলটি আনোয়ারার বৈরাগ বটতলী দেয়াং পাহাড়ে অবস্থান নিয়েছিলো। চুনুতি থেকে বাঁশখালী হয়ে আনোয়ারায় এসেছিলো এ হাতির দল। এবার আনোয়ারার কয়েকটি গ্রামে সীমাহীন তা-ব চালিয়েছে হাতির দলটি।

সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে ওঠে। বন বিভাগ, উপজেলা প্রশাসন ও জন প্রতিনিধিরা হাতির তা-ব থেকে জানমাল রক্ষায় তৎপরতা চালায়। গত শুক্রবার সকালে মোহাম্মদপুর গ্রামে হাতির পায়ে পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হলেই ঊধ্বর্তন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রশাসন তৎপর হয়ে উঠে।

গতকাল (শনিবার) সকালেই মোহাম্মদপুর স্কুল মাঠে হাতি তাড়ানোর মহড়া আয়োজন করে প্রশাসন। কিন্তু এর আগেই হাতির দলটি তৈলারদ্বীপ শঙ্খ নদী হয়ে তাদের আপন ঠিকানা বাঁশখালীতে ফিরে যায়। এরপরেও বন বিভাগের কর্মকর্তারা দেয়াং পাহাড় ঘুরে বিষয়টি নিশ্চিত করেন। ইতিপূর্বেও হাতির দলের কারণে লোকজনের প্রাণহানি ঘটেছিলো আনোয়ারায়। উৎসঃ পূর্বকোণ।

Logo-orginal