, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar rtm

আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা মুজিব

প্রকাশ: ২০১৮-০৭-০৪ ২১:২৭:৩৬ || আপডেট: ২০১৮-০৭-০৫ ১৯:২৩:০৭

Spread the love
আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা মুজিব / ছবি: সংগৃহীত

আরটিএমনিউজ২৪ডটকম: সাতকানিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার নাশকতার একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।

বুধবার (০৪ জুলাই) জামিন নিতে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা জজ মুন্সি আবদুল মজিদের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে জামিন না মঞ্জুর করে মুজিবুর রহমানকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম. মোরশেদ খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ-আল-নোমান, ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপি’র সহ-সভাপতি এনামুল হক এনাম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ আজগর।

বিবৃতিদাতারা অবিলম্বে মুজিবুর রহমানের সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবী করেন।

Logo-orginal