, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে দুইদিনে একই কোম্পানীর দুই বাংলাদেশীর মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৭-০১ ১৮:১০:২৩ || আপডেট: ২০১৮-০৭-০১ ১৮:১০:২৩

Spread the love

কুয়েতে দুইদিনে একই কোম্পানীর দুই বাংলাদেশীর মৃত্যু
আরটিএমনিউজ২৪ডটকম, কুয়েত: কুয়েতে পর পর দুই দিনে একই কোম্পানীর দুই বাংলাদশী শ্রমিক মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে।

গত জুমাবার (২৯ জুন) বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার মায়া হোটেলের পাশপ বাংলাদেশী দ্বারা পরিচালিত এক মসজিদে ঈমাম হিসেবে দায়িত্ব পালনরত হাফিজ আসাদুজ্জামান (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

জানাগেছে, নিহত হাফিজ আসাদুজ্জামান প্রতিদিনের মতো এশার নামাজ পড়িয়ে পাশেই বাংলাদেশী দ্বারা পরিচালিত আরেকটি মসজিদে ধর্মীয় আলোচনা সভাতে যোগ দিতে গিয়ে, উক্ত মসজিদের সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় পড়ে গিয়ে মৃত্যু বরণ করেন।

ময়মনসিংহ জেলার, ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের হাফিজ আসাদুজ্জামান ২০০৫ সালে কুয়েতের আল-তুয়িক কোম্পানিতে শ্রমিক ভিসায় কুয়েত আগমন করেছিলেন।

এইদিকে গতকাল শনিবার (৩০ জুন) একই কোম্পানীর আরেক বাংলাদশী শ্রমিক আবুল কালাম সকালে ডিউটিরত অবস্থায় গাড়ী দুর্ঘটনায় মারা যান।

আল-তুয়িক কোম্পানির অপারেশন ম্যানেজার মোজাম্মেল হক তারেক জানান, নিহত আবুল কালাম নরসিংদী জেলার, মনোহরদী উপজেলার চর গোহাল বাড়িয়া গ্রামের বাসিন্দা।

ম্যানেজার মোজাম্মেল হক জানিয়েছেন, সকল আইনি প্রক্রিয়া শেষে হাফিজ আসাদুজ্জামান ও আবুল কালাম আমান উল্লাহ্‌ ফকিরের মরদেহ আল-তয়িক কোম্পানি তাঁদের নিজ খরচে দেশে পাঠাবে।

এইদিকে কুয়েতস্থ বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তা কাজী মিজান জানিয়েছেন, দুই বাংলাদেশীর মরদেহ দ্রুত দেশে প্রেরণ ও কোম্পানীর নিকট তাদের পাওনা আদায়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Logo-orginal