, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

গাজায় বিমান হামলার জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে: হামাস

প্রকাশ: ২০১৮-০৭-২১ ২০:৪৫:৫৭ || আপডেট: ২০১৮-০৭-২১ ২০:৪৫:৫৭

Spread the love

গাজায় বিমান হামলার জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে। বৃহস্পতিবার গাজায় ইসরাইলি বিমান হামলায় এক ফিলিস্তিনি যোদ্ধা শহীদ হওয়ার পর হামাস এ হুঁশিয়ারি উচ্চারণ করল।

হামাসের সামরিক শাকা ইজ্জাদিন কাসসাম ব্রিগেড বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেছে, রাফা শহরের কাছে হামাসের সীমান্ত চৌকিতে ইসরাইলি বিমান হামলা অত্যন্ত লজ্জাজনক অপরাধ এবং এর জবাব দেয়া হবে। ওই হামলায় আব্দুলকরিম ইসমাইল রেদোয়ান নামক একজন যোদ্ধা শহীদ ও অপর তিন ফিলিস্তিনি যুবক আহত হন।

গাজা উপত্যকার ফিলিস্তিনিরা যখন প্রতি শুক্রবার ইহুদিবাদী ইসরাইল বিরোধী বিক্ষোভ দেখাচ্ছেন তখন এ বিমান হামলা চালাল তেল আবিব। এ বিক্ষোভের মাধ্যমে ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার দেয়ার পাশাপাশি গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বর্বরোচিত আগ্রাসনের নিন্দা জানান।

গত ৩০ মার্চ থেকে এ বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরাইলি সেনারা ১৩৭ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে ইহুদিবাদীদের নৃশংস হামলায় আহত হয়েছেন আরো প্রায় ১৫ হাজার মানুষ। #পার্সটুডে।

Logo-orginal