, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

চোখ বন্ধ করে বলা যায় এই জাতির ভবিষ্যৎ ঘোর অন্ধকারে নিমজ্জিত!

প্রকাশ: ২০১৮-০৭-২৩ ১৩:৪৬:০৮ || আপডেট: ২০১৮-০৭-২৩ ১৩:৪৬:০৮

Spread the love

চোখ বন্ধ করে বলা যায় এই জাতির ভবিষ্যৎ ঘোর অন্ধকারে নিমজ্জিত!
আবুল কাশেম,( প্রবাস থেকে) ঃ সাহসী সবাই দেশ ছেড়ে প্রবাসে, অনবদ্য প্রতিবাদী সাহসী লড়াকু মাহমদুর রহমান আছে দেশে।

কলম সৈনিক মাহমদুর রহমান এক প্রতিবাদী যোদ্ধার প্রতিচ্ছবি।

প্রতিবাদী মানুষকে হামলাকারীরা ঘৃণিত, অভিশপ্ত।
এই অ-মানুষগুলি দেশের জন্য অকল্যাণতো বটে, এরা অভিশপ্তও।

জামিন নিতে আসা কলমযোদ্ধা মাহমদুর রহমানের উপর সন্ত্রাসী হামলা বিচার বিভাগের উপর কলঙকের তিলক এঁটে দিল।

সরকার সমর্থিত ছাত্রলীগ-যুবলীগের দ্বারা দীর্ঘক্ষণ অবরুদ্ধ থেকে আদালত চত্বরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সন্ত্রাসীদের নির্মম হামলায় গুরুতর আহত হয়েছেন প্রকৌশলী মাহমুদুর রহমান। মিডিয়া জগতের একজন সিনিয়র ও খ্যাতিমান সম্পাদকের ওপর এধরনের বর্বরোচিত অক্রমণ কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। আদালত চত্বরে এই হামলা একটি জঘন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ ধরনের ঘটনা ভবিষ্যত প্রজন্মকে নেতিবাচক শিক্ষা দিবে। যা কারোই কাম্য নয়।

ফ্যাসিবাদী শাসনের প্রতিরোধ করতে দরকার নেতৃত্ব
কিন্তু দুর্ভাগা জাতির নেতৃত্ব এখন শুন্যের কোটায়, সরকারের ভুল আর অপকর্মের প্রতিবাদ শুরু হয় বিরোধী দলীয় নেতার নেতৃত্বে, সেই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা খালেদা জিয়ার আছে।

আপোষহীন নেত্রী বেগম জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করতে বন্দী করে কারাগারে রাখা হয়েছ, অসুস্থ ও বয়োবৃদ্ধা এই নেত্রীকে তিলে তিলে শেষ করে দেওয়ার অভিযোগ বিএনপির।

অন্যদিকে গতকাল রোববার ( ২২ জুলাই ) হানিফ – ইনুর স্বনামধন্য জেলা কুষ্টিয়ার আদালতে মাহমদুর রহমানের উপর কাপুরুষতা হামলায়য় প্রমাণ করে দেশের বিচারালয় আর প্রশাসন সবই যেন সন্ত্রাসী দ্বারা পরিবেষ্টিত।

এই ঘটনায় আদালত আর প্রশাসনের নির্লিপ্ততা, মিডিয়ার দ্বিধা-বিভক্তি, শক্তিশালী প্রতিরোধ-প্রতিবাদ করতে না পারায় চোখ বন্ধ করে বলা যায় এই জাতির ভবিষ্যৎ ঘোর অন্ধকারে নিমজ্জিত।

কিন্তু ভীতু নেতা-কর্মীর দলে পরিণত বিএনপি এখন হুংকারে বাঘ। তাদের দিয়ে কোন আন্দোলন সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

সুন্দর বাংলাদেশ তথা আগামী প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে শপথ নিতে হবে। গড়ে তুলতে হবে শক্ত প্রতিবাদ ও প্রতিরোধ।

ইতিহাস সাক্ষী, ঐক্যবদ্ধ প্রতিরোধে ধ্বংস হয়েছে সকল অপশক্তি।

লেখকঃ প্রবাসী কলামিস্ট।

(নোটঃ মুক্তমতে প্রকাশিত সব মতামত লেখকের নিজস্ব, কোন প্রকার দায় নেই সম্পাদকের।)

Logo-orginal