, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

বন্দর উপজেলায় দুই নিরাপত্তাকর্মীকে হত্যা করে তিন দোকানে ডাকাতি

প্রকাশ: ২০১৮-০৭-২১ ১১:১৯:০০ || আপডেট: ২০১৮-০৭-২১ ১১:১৯:০০

Spread the love

বন্দর উপজেলায় দুই নিরাপত্তাকর্মীকে হত্যা করে তিন দোকানে ডাকাতি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই নিরাপত্তাকর্মীকে হত্যা করে তিনটি ব্যাটারি দোকানে ডাকাতি হয়েছে।

বন্দর থানার ওসি একেএম শাহীন মণ্ডল জানান, শনিবার ভোরের দিকে দক্ষিণ লক্ষ্মণখোলা বাজারে তাদের হত্যা করা হয়।
নিহতরা হলেন ওই এলাকার আব্দুস সামাদ মৃধার ছেলে রায়হান (৫৫) ও একই এলাকার বদি মিয়ার ছেলে মোতালেব (৫৫)।

ওসি শাহীন বলেন, “ডাকাতরা ইটের আঘাতে নিরাপত্তাকর্মীদের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন। আর মোতালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি টের পেয়ে বাধা দিতে গেলে ডাকাতরা নৈশ্যপ্রহরী রায়হান উদ্দিন ও আবদুল মোতালেবকে হাত-পা বেঁধে ইট দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে রায়হান উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আবদুল মোতালেবকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন শনিবার সকালে তার মৃত্যু হয়।

ডাকাতরা বাজারের সততা ব্যাটারি মেলা, সততা ব্যাটারি সার্ভিসিং ও বিসমিল্লাহ ব্যাটারি স্টোরের তালা ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়।

“ডাকাতরা আমির হোসেন, আলমগীর হোসেন ও আয়নাল হকের দোকানের তালা ভেঙে ব্যাটারি, টাকা ও অন্যান্য মালপত্র লুট করেছে।”

মালপত্র ও টাকার পরিমাণ হিসাব করে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ডাকাতদের গ্রেপ্তারসহ মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে। আর দোকান মালিকরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Logo-orginal